বলিউডে পা না পড়তেই প্রেমের গুঞ্জনে বেশ আলোচনায় শানায়া কাপুর

বিনোদন ডেস্ক

বলিউড তারকা সঞ্জয় কাপুরের মেয়ে শানায়া কাপুর। এখনো বলিউডে পা রাখেননি। তবে এরইমধ্যে তিনি বেশ আলোচনায়। সবসময় তাকে পার্টি করতে দেখা যায় অভিনেতা চাঙ্কি পাণ্ডের মেয়ে অনন্যা পাণ্ডে ও শাহরুখ খানের কন্যা সুহানা খানের সঙ্গে। নতুন খবর হলো, চুটিয়ে প্রেম করছেন এই তারকা সন্তান।

Islami Bank

একটি সূত্র হিন্দুস্তান টাইমসকে জানিয়েছে— ‘শানায়া কাপুর এখন আর সিঙ্গেল নেই। ২৩ বছর বয়সী এই তারকা সন্তান মুম্বাইয়ের করন কোঠারি নামে একজনের সঙ্গে প্রেম করছেন।’

আরও পড়ুন…স্ত্রীর নামে যুক্তরাষ্ট্রে একটি বাড়ি আছে: তাকসিম এ খান

সূত্রটি বলেছে, ‘শানায়া কাপুর তার প্রেমিকের বিষয়ে কোনো কিছু সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করেন না। মূলত, এসব বিষয় নিয়ে তিনি কথা বলতেও চান না। তবে বন্ধুদের সঙ্গে করনকে পরিচয় করিয়ে দিয়েছেন শানায়া। করন-শানায়াকে মাঝে মাঝে একসঙ্গে দেখা যায়; একসঙ্গে তারা দারুণ সময় কাটান।’

one pherma

সঞ্জয় কাপুর-মাহিপ কাপুর দম্পতির কন্যা শানায়া কাপুর চলতি বছরে বলিউডে পা রাখবেন। গত বছর শানায়া জানান, পরিচালক-প্রযোজক করণ জোহরের প্রযোজনা প্রতিষ্ঠানের হাত ধরে বলিউডে যাত্রা শুরু করতে যাচ্ছেন তিনি। গত জুলাই মাসে ‘দেধাদক’ শিরোনামের এ সিনেমার শুটিং শুরু করেন শানায়া।

আরও পড়ুন…অতীতের চেয়ে আওয়ামী লীগ এখন বেশি শক্তিশালী

উল্লেখ্য, শানায়া কাপুর সামাজিক মাধ্যমে এরমইধ্যে পরিচিত মুখ। তার ফলোয়ারের সংখ্যাও অনেক। ইনস্টাগ্রামে তার নিয়মিত ছবি দেখে মুগ্ধ নেটিজনরা। পোস্ট করার মুহূর্তের মধ্যে ব্যাপক আলোচনা তৈরি হয় নেটদুনিয়ায়।

ইবাংলা/জেএন/১০ জানুয়ারি, ২০২৩

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us