শ্রীপুরে মোজা তৈরির কারখানায় অগ্নিকাণ্ড

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:

গাজীপুরের শ্রীপুর উপজেলার রাজাবাড়ি ইউনিয়নের ধলাদিয়া গ্রামের গ্লোব ম্যানুফ্যাকচারিং নামের একটি মোজা তৈরির কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের পাচঁটি ইউনিট কাজ করছে।

Islami Bank

মঙ্গলবার (১০ জানুয়ারি) বেলা সাড়ে ১২টায় ধলাদিয়া গ্রামের গ্লোব গ্লোভস্ (বাংলাদেশ) ম্যানুফ্যাকচারিং কোম্পানি লিমিটেড নামের মোজা তৈরি কারখানায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

আরও পড়ুন…স্ত্রী ও শ্বশুর কে বিদ্যালয়ের সভাপতি বানিয়ে প্রায় কোটি টাকা নিয়োগ বাণিজ্য!

one pherma

গাজীপুর ফায়ার সার্ভিসের সহকারী উপপরিচালক আব্দুল আল আরেফিন জানান, মঙ্গলবার বেলা সাড়ে ১২টার দিকে জেলার শ্রীপুর উপজেলার রাজাবাড়ি ইউনিয়নের ধলাদিয়া গ্রামের গ্লোব গ্লোভস্ (বাংলাদেশ) ম্যানুফ্যাকচারিং কোম্পানি লিমিটেড নামের একটি মোজা তৈরির কারখানায় আগুন লাগে।

খবর পেয়ে গাজীপুর, শ্রীপুর ও কাপাসিয়া ফায়ার ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট আগুন নিয়ন্ত্রণ আনতে চেষ্ঠা চলিয়ে যাচ্ছে। তাৎক্ষণিক ভাবে আগুনের সূত্রপাত ও ক্ষতি পরিমাণ জানাতে পারেননি। এ ঘটনায় এখনো কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

ইবাংলা/জেএন/১০ জানুয়ারি, ২০২৩

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us