দেশে সর্বনিম্ন তাপমাত্রা রাজশাহীতে ৭.৮ ডিগ্রি

নিজস্ব প্রতিবেদক

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, দেশের সর্বনিম্ন তাপমাত্রা রাজশাহীতে ৭.৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে বলে। আবহাওয়া অফিস বুলেটিন বলা হয়, বুধবার (১১ জানুয়ারি) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে ১৮ জেলার ওপর দিয়ে মৃদু ও মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।

Islami Bank

আরও পড়ুন…নয়াপল্টনে গণঅবস্থান কর্মসূচিতে যোগ দিলেন মির্জা ফখরুল

বুলেটিন অনুসারে, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পঞ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন বাংলাদেশের পঞ্চিমাঞ্চলে অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

one pherma

আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলাসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। মধ্য রাত থেকে সকাল পর্যন্ত নদী অববাহিকায় মাঝারি থেকে ঘন কুয়াশা এবং দেশের অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।

এছাড়া সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিপর্তিত থাককে পারে। পরবর্তী ৭২ ঘণ্টার তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে হালকা থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে বলে জানিয়েছেন আবহাওয়া অফিস।

ইবাংলা/জেএন/১১ জানুয়ারি, ২০২৩

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us