এপ্রিল মাসেই জাপান সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী

ডেস্ক রিপোর্ট

প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্থগিত জাপান সফর আগামী এপ্রিলে হতে পারে। প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে জাপানের নবনিযুক্ত রাষ্ট্রদূত আইওয়ামা কিমিনোরি সফরের এই নতুন সময় প্রস্তাব করেছেন। বুধবার (১১ জানুয়ারি) প্রধানমন্ত্রীর বক্তৃতা লেখক এম নজরুল ইসলাম এক সংবাদ ব্রিফিংয়ে এ কথা জানিয়েছেন। এর আগে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন জাপানের নবনিযুক্ত রাষ্ট্রদূত।

Islami Bank

আরও পড়ুন…এবারের বাণিজ্য মেলায় ৯ হাজার তরুণ-তরুণীর কর্মসংস্থান পেয়েছে

তিনি জানান, ‘রাষ্ট্রদূত আইওয়ামা কিমিনোরি আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেন। এসময় তিনি প্রধানমন্ত্রীকে আগামী মার্চ বা এপ্রিলে জাপান সফরের প্রস্তাব দেন।’

one pherma

গত বছরের ২৯ নভেম্বর থেকে ১ ডিসেম্বর পর্যন্ত প্রধানমন্ত্রী শেখ হাসিনার জাপান সফরের কথা ছিল। কিন্তু ২৪ নভেম্বর সরকারের পক্ষ থেকে প্রধানমন্ত্রীর সফর স্থগিতের কথা জানানো হয়। ওই দিন ঢাকার একটি কূটনৈতিক সূত্র প্রথম সাংবাদিকদের বলেছিল, গত এক সপ্তাহে জাপানে করোনার সংক্রমণ বেড়ে দৈনিক ১০ হাজার ছাড়িয়ে গেছে। সফর স্থগিতের ক্ষেত্রে বিষয়টি বিবেচনায় নেওয়া হয়েছে।

উল্লেখ্য, গত বছরের নভেম্বরের শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জাপান সফরের কথা ছিল। তবে আনুষ্ঠানিক দিন-তারিখ তখন ঠিক হয়নি। পরে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে জানানো হয় জাপানের রাজনৈতিক পরিস্থিতি ভালো না হওয়ায় প্রধানমন্ত্রীর সফর হচ্ছে না।

ইবাংলা/জেএন/১১ জানুয়ারি, ২০২৩

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us