আগারগাঁও মেট্রোরেল স্টেশনে সন্তান জন্ম দিলেন সোনিয়া

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর আগারগাঁও স্টেশনে ছেলে সন্তানের জন্ম দিয়েছেন সোনিয়া রানি রায় নামে এক যাত্রী। চিকিৎসকের কাছে যাওয়ার সময় মেট্রোরেলে উঠেন তিনি।

Islami Bank

হঠাৎ তার প্রসব বেদনা উঠলে রোভার স্কাউট ও মেট্রোরেলের প্রাথমিক প্রতিবিধানকারীর তত্ত্বাবধানে সন্তান প্রসব করেন তিনি এ সময় অন্য যাত্রীরা সহযোগিতা করেছেন বলে জানান সোনিয়ার স্বামী সুকান্ত সাহা।মেট্রোরেল কর্তৃপক্ষ অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করেছেন। সবার প্রতি কৃতজ্ঞ।

আরও পড়ুন…ছিন্নমূল মানুষের মাঝে রেড ক্রিসেন্টের শীতবস্ত্র বিতরণ

one pherma

বৃহস্পতিবার (১২ জানুয়ারি) সকালে আগারগাঁও স্টেশনের ফার্স্ট এইড সেন্টারে ওই নারী একটি পুত্রসন্তানের জন্ম দেন।

তিনি বলেন, আমার স্ত্রী সন্তানসম্ভবা ছিল। তাকে নিয়মিত চেকআপ করা লাগতো। আজ হাসপাতলে ভর্তি করানোর কথা ছিল। কিন্তু পথে মেট্রোরেলের ভেতরে প্রসবব্যথা শুরু হয়। পরে মেট্রোরেল স্টেশন কর্তৃপক্ষ এবং রোভার স্কাউটের তাৎক্ষণিক পদক্ষেপে আমাদের ছেলেসন্তানের জন্ম হয়। মা-ছেলে দুজনেই সুস্থ আছেন।

ইবাংলা/জেএন/১২ জানুয়ারি, ২০২৩

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us