চোখের নিচে ১১ সেলাই তবুও খেললেন বিজয়ের এনামুল

ক্রীড়াঙ্গন ডেস্ক

চলতি বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) প্রথম পর্বে রংপুর রাইডার্সের বিপক্ষে উইকেটকিপিং করার সময় চোখের নিচে বল লেগে আহত হন আনামুল হক বিজয়। তখন তার চোখের নিচ থেকে রক্ত ঝরতেও দেখা যায়।

Islami Bank

তবে মেডিকেল টিমের তাৎক্ষণিক তত্ত্বাবধানে কিছুক্ষণের চিকিৎসা শেষে আবারও কিপিং করা শুরু করেছিলেন বিজয়। যদিও পরে ব্যান্ডেজ লাগানো অবস্থায় ব্যাট হাতে নেমেছিলেন ফরচুন বরিশালের এই ওপেনার।

ফরচুন বরিশালের অধিনায়ক সাকিব আল হাসান কি বিশেষ একটা ধন্যবাদ দিয়েছেন এনামুল হক বিজয়কে? শুধু অধিনায়ক সাকিব নন, বরিশাল দলের সবারই উচিত এনামুল হক বিজয়কে একটা স্পেশাল ধন্যবাদ জানানো। গত মঙ্গলবার মিরপুরে রংপুর রাইডার্সের বিপক্ষে চোখের নিচে আঘাত পান বিজয়।

আরও পড়ুন…চীনে ছোট বসন্ত উৎসব শুরু

বরিশালের শ্রীলঙ্কান বোলার চতুরঙ্গা ডি সিলভার বলে রংপুরের জিম্বাবুইয়ান ব্যাটসম্যান সিকান্দার রাজা বোল্ড হওয়ার পর সেই বল গিয়ে বিজয়ের চোখের নিচে আঘাত হানে। কেটে রক্ত ঝরে। ওই রক্তাক্ত অবস্থাতেই সেদিন হেলমেট পরে সাবধানে উইকেটকিপিং করেন। তবে ম্যাচ শেষে পরীক্ষার পর জানা যায় ক্ষতটা গুরুতর, সেলাই লাগে ১১টি।

one pherma

সেলাইয়ের সেই ক্ষত এত দ্রুতই শুকানোর কথা নয়। কিন্তু সাহসী এনামুল বিজয় সেই ক্ষতকে পাত্তা না দিয়ে কালও নেমে পড়েন মাঠে। দলকে জেতাতে ভূমিকাও রেখেছেন ব্যাটিং-কিপিংয়ে। দলকে ভালো একটা শুরু এনে দিতে প্রথমে ব্যাট হাতে খেলেন ২১ বলে ৩০ রানের ইনিংস। পরে গ্লাভস হাতে কিপিং করেছেন পুরো ইনিংস। অদম্য এই বীরত্বের পুরস্কারও পেয়েছেন বিজয়।

ম্যাচ শেষে হাসতে পেরেছেন জয়ের হাসি। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে চট্টগ্রাম পর্বের প্রথম ম্যাচটিতে স্বাগতিক দল চট্টগ্রামের বিপক্ষে ২৬ রানের জয় পেয়েছে তার দল বরিশাল। প্রথমে ব্যাট করে বরিশালের ৭ উইকেটে ২০২ রানের জবাবে চট্টগ্রাম ৪ উইকেট হারিয়ে করতে পেরেছে ১৭৬ রান। দলের জয়ের চেয়ে বড় পুরস্কার আর কী হতে পারে!

আরও পড়ুন…কবিরহাটে টিউবওয়েলে উঠছে পানি ও গ্যাস, জ্বলছে আগুন

এ নিয়ে এবারের বিপিএলে তিন ম্যাচে দ্বিতীয় জয় পেল বরিশাল। সাকিবের দল প্রথম জয়টিও পেয়েছিল গত মঙ্গলবার, এনামুলের আঘাত পাওয়ার ম্যাচেই।

ইবাংলা/জেএন/১৪ জানুয়ারি, ২০২৩

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us