নড়াইলে ৩ সাংবাদিকের নামে চাঁদাবাজি মামলা

নড়াইল প্রতিনিধি :

নড়াইল সদর থানায় ৩ সাংবাদিকের নামে চাঁদাবাজি মামলা হয়েছে। শুক্রবার (১৩ জানুয়ারি) বিকেলে নড়াইল সদর থানায় মামলাটি করেছেন নড়াইল সদর উপজেলার আগদিয়া গ্রামের আব্দুর রউফ খোকন। মামলার আসামীরা হলেন নড়াইল পৌরসভার ভওয়াখালি এলাকার রফিকুল (৪০),জেলার লোহাগড়া উপজেলার সাংবাদিক মনির খান (৫৫) ও সাংবাদিক রইস উদ্দিন টিপু (৫৫)।

Islami Bank

মামলার বিবরণ ও বাদি খোকন সূত্রে জানা গেছে, আসামীরা খোকন হুজুরের বাড়িতে তার দাওয়া খানায় গিয়ে ১ লাখ টাকা চাঁদা দাবি করেছেন। শুক্রবারেই তাদেরকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। তবে সাংবাকিদের পরিবারের দাবি তারা নিউজ এর জন্য তথ্য সংগ্রহে গিয়েছিলেন।

one pherma

খোকন হুজুরের নিকট দাওয়া নিতে আসা লোকজন এবং স্থানীয় লোকজন তাদেরকে বেদম মারপিট করে পুলিশে দেয়। এরপর তাদের নামে মামলা হয়। নড়াইল সদর থানার ওসি মাহমুদুর রহমান বলেন, যথাযথ তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। অযথা কাউকে হয়রানি করা হবে না।

ইবাংলা/জেএন/১৪ জানুয়ারি, ২০২৩

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us