গ্যাব্রিয়েলের মাথায় মিস ইউনিভার্সের মুকুট

বিনোদন ডেস্ক

বিশ্বের ৮৪ প্রতিযোগীকে পেছনে ফেলে মিস ইউনিভার্সের ৭১তম আসরে বিজয়ী মডেল আর’বনি গ্যাব্রিয়েলকে পরিয়ে দেওয়া মুকুট নিয়ে আলোচনা চলছে বিশ্বজুড়ে।

Islami Bank

ছবিতে জেনে নেওয়া যাক তাঁর সম্পর্কে কিছু তথ্য আর’বনি গ্যাব্রিয়েলকে মুকুট পরিয়ে দেন মিস ইউনিভার্সের গত আসরের বিজয়ী ভারতীয় মডেল, অভিনয়শিল্পী হারনাজ সান্ধু।

স্থানীয় সময় শনিবার (১৪ জানুয়ারি) রাতে যুক্তরাষ্ট্রের লুইজিয়ানা রাজ্যের একটি কনভেনশন সেন্টারে জমকালো আয়োজনে বিজয়ীর নাম ঘোষণা করেছে মিস ইউনিভার্স কর্তৃপক্ষ।এবারই প্রথম কারও মাথায় উঠল মুকুটটি ।এটি মিস ইউনিভার্সের ৭১ বছরের ইতিহাসে দ্বাদশতম মুকুট

মিস ইউনিভার্স গ্যাব্রিয়েল পেশায় একজন ফ্যাশন ডিজাইনার ও মডেল। তিনি যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব নর্থ টেক্সাস থেকে ফ্যাশন ডিজাইনিংয়ের ওপর পড়াশোনা করেছেন। তার জন্ম যুক্তরাষ্ট্রে হলেও গ্যাব্রিয়েলের বাবা ফিলিপাইনের নাগরিক এবং মা যুক্তরাষ্ট্রের নাগরিক।

one pherma

গ্যাব্রিয়েল বলেন, তিনি নারী ও কিশোরীদের জীবনের লক্ষ্য নির্ধারণে সহায়তা করবেন, যাতে তারা জীবনের পথ তৈরিতে স্বাবলম্বী হয়ে ওঠে।

মিস ভেনেজুয়েলা আমান্ডা ডুডামেল এবারের আসরে দ্বিতীয় এবং ও মিস ডমিনিক রিপাবলিক আন্দ্রিয়েনা মার্তিনেজ তৃতীয় হয়েছেন।

ইবাংলা/জেএন/১৫ জানুয়ারি, ২০২৩

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us