চীনের উন্নয়নের অভিজ্ঞতা সবার জন্য শিক্ষণীয়: পাক প্রেসিডেন্ট

আন্তর্জাতিক ডেস্ক

পাকিস্তানের প্রেসিডেন্ট আরিফ আলভি ১৪ জানুয়ারি বলেছেন, ‘এক অঞ্চল, এক পথ’ উদ্যোগ গোটা বিশ্বের জন্যই সুযোগ। চীনের উন্নয়নের অভিজ্ঞতাও সবার জন্য শিক্ষণীয়। তিনি সম্প্রতি ইসলামাবাদে চীনা তথ্যমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে এমন মন্তব্য করেন।

Islami Bank

প্রেসিডেন্ট আলভি বলেন, চীন সরকার দেশের অবস্থা অনুযায়ী, অর্থনীতি ও সমাজের উন্নয়নের জন্য, পরিকল্পনামাফিক এগিয়ে যাচ্ছে, যা সফল ও দৃষ্টান্তমূলক। তিনি প্রেসিডেন্ট সি চিন পিংয়ের সাথে সাক্ষাতে এ কথা বলেছেন বলেও জানান আলভি।
আলভি বলেন, প্রেসিডেন্ট সি চিন পিং সবসময় জনগণকে সাথে নিয়ে কাজ করেন, তৃণমূল পর্যায়ে তাঁর কাজের অভিজ্ঞতা অনেক সমৃদ্ধ। পাকিস্তানসহ অন্যান্য দেশের জন্য এটা শিক্ষণীয় একটি বিষয়।

one pherma

সাক্ষাৎকারে প্রেসিডেন্ট আলভি আরও বলেন, ‘এক অঞ্চল, এক পথ’ বৈশ্বিক পরিচালনাব্যবস্থা সুসংহত করার চীনা প্রস্তাব। এই উদ্যোগ সহযোগিতা ও উন্নয়নের বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় সহায়ক বলে ইতোমধ্যেই প্রমাণিত হয়েছে।
সূত্র: শুয়েই ফেই ফেই, চায়না মিডিয়া গ্রুপ( সিএমজি)।

ইবাংলা/জেএন/১৫ জানুয়ারি, ২০২৩

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us