১০ দফা দাবি ও বিদ্যুতের মূল্য কমানোর দাবীতে বিএনপির বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ

বরগুনা প্রতিনিধি :

১০ দফা দাবী আদায় ও বিদ্যুতের মূল্য কমানোর দাবীতে বরগুনায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সোমবার সকাল সাড়ে দশটায় বরগুনা সদর উপজেলা বিএনপির দলীয় কার্যালয় থেকে একটি প্রতিবাদ মিছিল বের করলে পুলিশ তাতে বাঁধ পন্ড করে দেয়।

Islami Bank

পরে পৌর চত্বরে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বরগুনা সদর উপজেলা বিএনপির আহবায়ক তালিমুল ইসলাম পলাশের সভাপতিত্বে এ প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে দেন জেলা বিএনপির আহবায়ক মাহবুবুল আলম ফারুক মোল্লা।

one pherma

আরো বক্তব্য রাখেন, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক এজেডএম সালেহ ফারুক, সদর উপজেলা বিএনপির সদস্য সচিব আবদুল হক হাওলাদার, জেলা যুবদলের সভাপতি জাহিদ হোসেন মোল্লা, সদর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব রাকিবুল ইসলাম রাকিব প্রমুখ।

ইবাংলা/জেএন/১৬ জানুয়ারি, ২০২৩

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us