দেশে ১ দিনে ১৩ জনের করোনা শনাক্ত

নিজস্ব প্রতিবেদক

গত ২৪ ঘন্টায় দেশে আরো ১৩ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ পাওয়া গেছে। স্বাস্থ্য অধিদপ্তর এবং রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর)’র এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

Islami Bank

এতে জানানো হয়, গতকাল মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার (১৮ জানুয়ারি) সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশে ১৩ জনের শরীরে ককরোনা শনাক্ত হয়েছে।

নমুনা পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার শূন্য দশমিক ৫৩ শতাংশ। এ সময় ২ হাজার ৪৫৮ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে।এ সময় করোনায় কেউ মারা যাননি।আগের দিন নয়জনের করোনা শনাক্ত হয়।

one pherma

সেদিনও করোনায় কারও মৃত্যু হয়নি। এ পর্যন্ত ২৯ হাজার ৪৪১ জন করোনায় মৃত্যুবরণ করেছেন। করোনা ভাইরাস আক্রান্তদের মধ্যে এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ১৯ লাখ ৯০ হাজার ১৬৬ জন।

ইবাংলা/জেএন/১৮ জানুয়ারি, ২০২৩

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us