নোয়াখালীতে গাড়িচাপায় পথচারী বৃদ্ধ নিহত

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় অজ্ঞাত গাড়িচাপায় এক পথচারী বৃদ্ধ নারী নিহত হয়েছেন। শনিবার (২১ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার বেগমগঞ্জ চৌরাস্তা এলাকায় নোয়াখালী টু ফেনী আঞ্চলিক মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।

Islami Bank

নিহত ওই পথচারী হলেন সকিনা বেগম (৭০)। তিনি উপজেলার চৌমুহনী পৌরসভার ১নম্বর ওয়ার্ডের নাদিরপুর এলাকার মৃত হাবীব উল্যার স্ত্রী।

চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) মো.আমিনুল ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, সন্ধ্যার দিকে ওই বৃদ্ধ নারী এক আত্মীয়ের বাসা থেকে বাড়ি ফিরছিলেন। ওই সময় বেগমগঞ্জ চৌরাস্তা এলাকার নোয়াখালী-ফেনী আঞ্চলিক মহাসড়কের এক পাশ থেকে অন্য পাশে যাচ্ছিলেন।

one pherma

এ সময় ঢাকাগামী অজ্ঞাত গাড়ির চাপায় তার মাথা পুরোপুরি থেতলে যায়। এতে তিনি ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে পুলিশ তার মরদেহ উদ্ধার করে। কোনো অভিযোগ না থাকায় মরদেহ ময়না তদন্ত ছাড়া পরিবারের কাছে হস্তান্তর করা হচ্ছে।

ইবাংলা/জেএন/২১ জানুয়ারি, ২০২৩

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us