চীনা নববর্ষের প্রাক্কালে সাংস্কৃতিক সন্ধ্যা উপহার দেয় সিএমজি’র ‘বসন্ত উৎসব গালা’

আন্তর্জাতিক ডেস্ক

২১ জানুয়ারি হলো চীনের বসন্ত উৎসবের আগের দিন ছুসি। এ দিন চায়না মিডিয়া গ্রুপ (সিএমজি) বার্ষিক ‘বসন্ত উৎসব গালা’ আয়োজন করে। যা সারা বিশ্বের চীনা মানুষ ও প্রবাসীদের জন্য ‘চীনা নববর্ষের প্রাক্কালে সাংস্কৃতিক সন্ধ্যা’ উপহার দেয়।

Islami Bank

২০২৩ সালের ‘বসন্ত উৎসব গালা’ চীনের বৈশিষ্ট্যময় ও ঐতিহ্যবাহী সংস্কৃতি, বাস্তব জীবন ও বিশ্বের বিভিন্ন দেশের উজ্জ্বল সভ্যতার উপাদানের সমন্বয়ে আধুনিক সাংস্কৃতিক পদ্ধতি, শব্দ, ছবি, আলো ও ছায়ার নতুন প্রযুক্তিতে নাচ, গান, ছোট নাটক, অপেরা, উশু ও অ্যাক্রোব্যাটিক্সসহ বিভিন্ন পরিবেশনা তুলে ধরে।

১৯৮৩ সাল থেকে ‘বসন্ত উৎসব গালা’ আয়োজন করা হচ্ছে। যা ৪০বছরে পা দিয়েছে। ছুসির রাতে ‘বসন্ত উৎসব গালা’ দেখা ডাম্পলিং তৈরি ও বসন্ত উৎসবের ‘দম্পতি আটকানোর’ মতো চীনা মানুষের জন্য খুবই গুরুত্বপূর্ণ রীতি। এটি চীনা মানুষের ঐতিহ্যে পরিণত হয়েছে। গালা পরিবেশনার প্রযুক্তি ও মানদণ্ডের বিচারে এটি চীনা টেলিভিশনের সর্বোচ্চ মানের অনুষ্ঠান।

one pherma

১৭০টিরও বেশি দেশ ও অঞ্চলের ৭ শতাধিক গণমাধ্যম এবারের ‘বসন্ত উৎসব গালা’ সরাসরি সম্প্রচার বা প্রতিবেদন করে। এছাড়া গালাটির প্রচারমূলক ভিডিও মার্কিন ওয়ার্ল্ড ট্রেড সেন্টার, দুবাইয়ের বুর্জ খলিফা টাওয়ার।

পূর্ব আফ্রিকার সর্বোচ্চ ভবন ইথিওপিয়ার কমার্সিয়াল ব্যাংক অব ইথিইওপিয়া হেডকার্টার্স ও ব্রাজিলের প্রাকা দো মার্কো জেরো দো রেসিফা’র ভবনের বড় স্কিনে সম্প্রচারিত হয়েছে। সূত্র: ছাই ইউয়ে, চায়না মিডিয়া গ্রুপ

ইবাংলা/জেএন/২২ জানুয়ারি, ২০২৩

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us