পাকিস্তানের জাতীয় গ্রিডে বিপর্যয়, শহরগুলো বিদ্যুৎ বিচ্ছিন্ন

আন্তজাতিক ডেস্ক

জাতীয় গ্রিডে বিপর্যয়ের ফলে করাচি, ইসলামাবাদ, লাহোর ও পেশোয়ারের মতো পাকিস্তানের বড় শহরগুলোও বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে। বিপর্যয়ের কারণে সোমবার ভোরে দেশজুড়ে বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়ে মানুষ।

কেন্দ্রীয় জ্বালানি মন্ত্রণালয় জানিয়েছে, প্রাথমিক তথ্য অনুযায়ী সকাল ৭টা ৩৪ মিনিটে ন্যাশনাল গ্রিড ফ্রিকোয়েন্সি হারানোয় এমন পরিস্থিতি তৈরি হয়েছে। অবিলম্বে সিস্টেমটিকে পুনরুজ্জীবিত করতে কাজ চলছে।

বিদ্যুৎমন্ত্রী খুররুম দস্তগীর জিও টিভিকে বলেছেন, সকালে সিস্টেমটি চালুর সময় দেশের দক্ষিণাঞ্চলে জামশোরো এবং দাদু শহরের মধ্যে ফ্রিকোয়েন্সি পরিবর্তনের খবর পাওয়া গেছে।

ভোল্টেজের উঠানামা ছিল এবং সিস্টেমগুলো একে একে বন্ধ করে দেওয়া হয়েছিল। এটি কোনও বড় সংকট নয়।’ কিছু গ্রিড ইতিমধ্যে পুনরুদ্ধার করা হয়েছে বলেও জানান খুররুম দস্তগীর।

উল্লেখ্য, জাতীয় গ্রিড হচ্ছে সারা দেশে বিদ্যুতের একটি সঞ্চালন ব্যবস্থা। প্রকৌশলীরা এটিকে অনেকটা মহাসড়ক বা রেললাইনের সঙ্গে তুলনা করেন। এ ব্যবস্থায় বিদ্যুৎ উৎপাদকদের কাছ থেকে নিয়ে ক্রেতাদের কাছে সরবরাহ করা হয়।খবর বিবিসি।

ইবাংলা/জেএন/২৩ জানুয়ারি, ২০২৩

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us