কবিরহাটে পুলিশ সার্ভিস এসোসিয়েশনের উদ্যোগে কম্বল বিতরণ

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীর কবিরহাটে শীতার্তদের মাঝে পুলিশ সার্ভিস এসোসিয়েশন উদ্যোগে কম্বল বিতরণ করা হয়েছে। সোমবার ( ২৩ জানুয়ারী) বিকেলে নোয়াখালী জেলা পুলিশের আয়োজনে পাশে আছি সব সময় শীতার্তদের মাঝে এই স্লোগানে কবিরহাট থানায় প্রাঙ্গণে এই কম্বল বিতরণের আয়োজন করা হয়।

Islami Bank

কম্বল বিতরণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নোয়াখালী পুলিশ সুপার (এসপি) মো.শহীদুল ইসলাম। এ সময় আরো উপস্থি ছিলেন,অতিরিক্ত পুলিশ সুপার মোর্তাহীন বিল্লাহ, কবিরহাট উপজেলা আওয়ামীলীগ সভাপতি হাজী ইব্রাহিম।

উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও কবিরহাট পৌরসভার মেয়র জহিরুল হক রায়হান, কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.রফিকুল ইসলাম, কবিরহাট উপজেলা আওয়ামী লীগের সদস্য মামুনুল হক প্রমুখ ।

one pherma

প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার বলেন, শীতার্ত মানুষের পাশে দাঁড়ানো বিত্তবানদের নৈতিক দায়িত্ব। দরিদ্র ও হতদরিদ্র মানুষ, যাদের শীতবস্ত্র নেই এসব মানুষের দিকে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে। সমাজের সকল সচেতন নাগরিক এগিয়ে এলে অসহায় মানুষ গুলো একটু স্বস্তি পাবে।

ইবাংলা/জেএন/২৪ জানুয়ারি, ২০২৩

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us