তেজগাঁও কলেজ সাংবাদিক সমিতির সভাপতি সুজয়, সম্পাদক শ্রাবণ

নিজস্ব প্রতিবেদক

প্রথমবারের মতো তেজগাঁও কলেজ সাংবাদিক সমিতির (তেকসাস) ১৫ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি পদে দৈনিক সময় সংবাদের প্রতিবেদক সুজয় মজুমদার ও সাধারণ সম্পাদক পদে বিডিমর্নিংয়ের প্রতিবেদক শ্রাবণ আহমেদ নির্বাচিত হয়েছেন।

Islami Bank

বুধবার (২৫ জানুয়ারি) সন্ধ্যায় সংগঠনের সদস্যদের সর্বসম্মতিক্রমে আগামী এক বছরের জন্য এই কমিটি গঠন করা হয়। কমিটির অনুমোদন দেন সংগঠনের আহ্বায়ক ও বর্তমান উপদেষ্টা ইমরানুল আজিম চৌধুরী।

নতুন কমিটিতে সিনিয়র সহ সভাপতি পদে আরটিভির সজিব খান, সহ-সভাপতি পদে অন্য বার্তার ইসরাফিল চৌধুরী পাভেল, যুগ্ম সাধারণ সম্পাদক পদে দীপ্ত টিভির পর্ণা মিতিল্ডা কস্তা ও ঢাকা পোস্টের ওমর ফারুক, সহ-সম্পাদক পদে এসএ টিভির ইসমাইল সরদার ও সংবাদ পরিক্রমার ইব্রাহিম খলিল, কোষাধ্যক্ষ পদে গ্লোবাল টেলিভিশনের সজীব আহমেদ রিয়ন, প্রচার সম্পাদক পদে দৈনিক মুক্তআলোর মোস্তাফিজুর রহমান ও দপ্তর সম্পাদক পদে দৈনিক বাংলাদেশের মোমেনা আক্তার দিনা নির্বাচিত হয়েছেন।

one pherma

এ ছাড়া কমিটিতে কার্যনির্বাহী সদস্য পদে চারজন নির্বাচিত হয়েছেন। তারা হলেন- ফ্রিডম বাংলা নিউজের নূরে আলম শেখ, দৈনিক আজকালের খবরের জারিফ সাদাত, দৈনিক তৃতীয় মাত্রার নয়ন কুমার বর্মন এবং প্রজন্ম নিউজের আব্দুর রহমান।

ইবাংলা/টিএইচকে

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us