যেকোনো মূল্যে জঙ্গি নির্মূল করা হবে

নিজস্ব প্রতিবেদকঃ 

যেকোনো মূল্যে জঙ্গিদের নির্মূল করবে সরকার জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পাহাড়ে আশ্রয় নেওয়া ৫২ জঙ্গিকে আইনের আওতায় আনা হবে জানিয়ে  আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক আছে। বিভিন্ন সংস্থা সমন্বিতভাবে কাজ করছে।

Islami Bank

বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) সকালে রাজধানী উচ্চবিদ্যালয়ে পূজামণ্ডপ পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

জঙ্গীদের নিয়ন্ত্রণ করা গেলেও তাদের মূল উৎপাটন করা যায়নি বলে মন্তব্য করে তিনি বলেন, সরকার জঙ্গীদের বিরুদ্ধে জিরো টোলারেন্স নীতিতে আছে। যেকোনো মূল্যে তাদের নির্মূল করা হবে।

one pherma

আসাদুজ্জামান খান কামাল বলেন, রোহিঙ্গা সংকটের সমাধান না হলে আন্তর্জাতিক সন্ত্রাসীগোষ্ঠীর অনুপ্রবেশ ঘটতে পারে। ক্যাম্প এলাকায় সাম্প্রতিক জঙ্গি আস্তানার সন্ধান সেটিরই ইঙ্গিত বহন করে।

ইবাংলা/হাবিব/ ২৬ জানুয়ারি

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us