ঝিনাইদহে “ভলেন্টিয়ার ফর বাংলাদেশ” (ঝিনাইদহ জেলা শাখা) কর্তৃক আয়োজিত সাইবার সিকিউরিটি, তথ্য প্রযুুক্তি ও সাংগঠনিক দক্ষতা বৃদ্ধি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় ড্রীম একাডেমি মুজিব চত্বরে এ কর্মশালাটি অনুষ্ঠিত হয়।
এ কর্মশালায় তরিকুল ইসলামের সভাপতিত্বে উপস্থিত ছিলেন ভিবিডি খুলনা বিভাগের সভাপতি মেহেদী হাসান ইমন। প্রশিক্ষক হিসেবে মো. ফরিদ হোসাইন ও সমন্বয়ক হিসেবে সানজিদ আহমেদ সজিব উপস্থিত ছিলেন।
এ কর্মশালায় ইন্টারনেটের নিরাপদ ব্যবহার, নারী সহিংসতা প্রতিরোধ, সংগঠনিক আচরণ প্রক্রিয়া’সহ আরও গুরুত্বপূর্ণ বিষয়ে প্রশিক্ষণ দেয়া হয়েছে।
এসময় মেহেদী হাসান ইমন বলেন, তথ্য প্রযুক্তির যুগে আমাদের দৈনন্দিন জীবনের বৃহৎ অংশ জুড়ে আছে ভার্চুয়াল কার্যক্রম যা নিরাপদ থাকা আবশ্যক। এ কর্মশালা আমাদের স্মার্ট বাংলাদেশ গড়তে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
উল্লেখ্য, বিভিন্ন বয়সের অর্ধ-শতক শিক্ষার্থীদের অংশগ্রহণে এ কর্মশালাটি সম্পন্ন হয়।
ইবাংলা/জেএন/২৭ জানুয়ারি, ২০২৩
মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.