কালকিনিতে কৃষক সমাবেশ ও কৃষিমেলা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক, (মাদারীপুর) কালকিনি

মাদারীপুর জেলা প্রশাসন কর্তৃক আয়োজিত মাদারীপুর উৎসব-২০২৩ এর অংশ হিসেবে কালকিনি উপজেলা প্রশাসনের আয়োজনে উত্তর রমজানপুরে কৃষক সমাবেশ ও কৃষিমেলা অনুষ্ঠিত হয়েছে।

Islami Bank

শনিবার (২৮ জানুয়ারি) উত্তর রমজানপুর ডক্টর আবদুস সোবহান গোলাপ পলিটেকনিক ইনস্টিটিউট মাঠে কালিকিনি উপজেলা প্রশাসনের আয়োজনে এ কৃষক সমাবেশ ও কৃষি মেলা অনুষ্ঠিত হয়।

এ কৃষক সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ড. আবদুস সোবহান গোলাপ, এমপি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদারীপুর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ড. রহিমা খাতুন।

 

one pherma

এছাড়াও বিশেষ অতিথি হিসেবে এতে অংশগ্রহন করেন কালকিনি-মাদারীপুর সংরক্ষিত মহিলা আসনের এমপি মোসা: তাহমিনা সিদ্দিকী, উপজেলা চেয়ারম্যান মীর গোলাম ফারুক, কালকিনি পৌরসভার মেয়র এসএম হানিফসহ অনেকেই।

প্রধান অতিথি কৃষিমেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন এবং সবশেষ কৃষিখাতে বিশেষ অবদান রাখা কৃষকদের হাতে বিভিন্ন পুরস্কার তুলে দেন।

ইবাংলা/টিএইচকে

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us