পুলিশকে জনগণের আস্থা অর্জন করার আহ্বান: প্রধানমন্ত্রী

রাজশাহী প্রতিনিধি

পুলিশ বাহিনীকে জনগণের সেবক হয়ে আস্থা অর্জন করতে হবে বলে আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার (২৯ জানুয়ারি) রাজশাহীর সারদায় পুলিশ একাডেমিতে সমাপনি কুচকাওয়াজ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

Islami Bank

প্রধানমন্ত্রী বলেন, পুলিশ বাহিনীকে দক্ষতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের পাশাপাশি জনগণের আস্থা অর্জন করতে হবে।যারা নিজেদের অবাঞ্ছিত মনে করে এবং শত নির্যাতনের মধ্যেও কোনো প্রতিকার চাইতে পারে না সেই মানুষগুলোর মধ্যে আস্থা ও বিশ্বাস ফিরিয়ে আনতে হবে।

তাদেরও যে নাগরিক অধিকার রয়েছে, সেটা নিশ্চিত করতে হবে। মানুষ পুলিশের কাছে গেলে যে ন্যায়বিচার পাবে-সেই আত্মবিশ্বাসটা যেন মানুষের মধ্যে থাকে।

তিনি বলেন, ২০৪১ সালের স্মার্ট বাংলাদেশে পুলিশকেও স্মার্ট পুলিশ হিসেবে গড়ে তুলতে হবে। এজন্য সরকার সব ধরনের সুযোগ-সুবিধা নিশ্চিত করবে।

one pherma

সরকারপ্রধান বলেন, সাইবার ক্রাইম, জালিয়াতি, জঙ্গিবাদ প্রতিরোধে পুলিশ কাজ করে যাচ্ছে। করোনার সময়ও জীবনের ঝুঁকি নিয়ে তারা মানুষের সেবা করেছে।

শেখ হাসিনা বলেন, আওয়ামী লীগ দেশের উন্নয়নে কাজ করে যাচ্ছে। পদ্মা সেতু, মেট্রোরেল, রূপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্রসহ মেগা প্রকল্পের মাধ্যমে দেশের অবকাঠামোগত উন্নয়ন করেছে।

বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি আরও উজ্জ্বল করতে সরকার যখন কাজ করছে তখন একটি গোষ্ঠী বাংলাদেশকে পিছিয়ে দিতে উঠেপড়ে লেগেছে।

ইবাংলা/জেএন/২৯ জানুয়ারি, ২০২৩

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us