নড়াইলে স্কাউটিং বিষয়ক ওরিয়েন্টেশন কোর্স অনুষ্ঠিত

রিন্টু মুন্সী , নড়াইল প্রতিনিধি:

নড়াইলে ৩৩৩ তম স্কাউটিং বিষয়ক ওরিয়েন্টেশন কোর্স অনুষ্ঠিত হয়েছে। নড়াইল জেলা রোভারের ব্যবস্থাপনায় শুক্রবার (২৮ জানুয়ারি) নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজ’র মাল্টিপারপাস হল রুমে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৩৯জন শিক্ষক প্রশিক্ষণ গ্রহন করেন।

Islami Bank

এ উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় জেলা রোভারের সম্পাদক কাজী ওবায়দুল্লাহ তুহিন এর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজ’র অধ্যক্ষ প্রফেসর রবিউল ইসলাম। আরোও বক্তব্য দেন জেলা রোভারের কমিশনার প্রফেসর আব্দুর রহিম।

রোভার অঞ্চলের বিভাগীয় প্রতিনিধি প্রফেসর মোঃ শহীদুল ইসলাম (এলটি), কোর্স লিডার ডিআরসি(ট্রেনিং)প্রফেসর শিকদার রুহুল আমীন(এলটি)।

one pherma

জেলা রোভারের সহকারি কমিশনার প্রবীর কুমার বিশ্বাস, যুগ্ম সম্পাদক বাবলু কুমার মহলদার, ডিআরএসএল আব্দুল মান্নান, কোষাধ্যক্ষ মোঃ আবু সাহিদ, জেলা রোভার নেতা এহসানুল হক, সহযোজিত সদস্য হুমায়ুন কবীর রিন্টু প্রমুখ।

ইবাংলা/জেএন/২৯ জানুয়ারি, ২০২৩

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us