টাঙ্গাইলের মধুপুরে কাজুবাদাম ও কফি গবেষণা উন্নয়ন ও সম্প্রসারণ প্রকল্পের আওতায় দিন ব্যাপী কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। ৩০ জানুয়ারি সোমবার উপজেলা কৃষি প্রশিক্ষণ মিলনায়তনে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এ প্রশিক্ষণের আয়োজন করে।
কৃষক প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা অঞ্চলের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক কৃষিবিত এস এম সোহরাব উদ্দিন।
মধুপুর কৃষি কর্মকর্তা আল মামুন রাসেল এর সভাপতিত্বে অতিরিক্ত কৃষি কর্মকর্তা শাকুরা শাম্মী’র সঞ্চালনায় বক্তব্য রাখেন টাঙ্গাইলের উপপরিচালক আহসানুল বাসার, অতিরিক্ত উপ পরিচালক( উদ্যান)মাহমুদুল হাসান, মধুপুর উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শাহরিয়ার আক্তার প্রমুখ।
প্রশিক্ষণে মধুপুরের লাল মাটিতে কৃষি ফসলের বৈচিত্র্য নিয়ে আলোচনা করা হয়। লাল মাটিতে কাজুবাদাম ও কফি চাষে লাভ, রোগ৷ পোকা মাকড়, সেচ, বাজার ব্যবস্থাসহ এ ফসল চাষের সম্ভাবনা নিয়ে প্রশিক্ষন প্রদান করা হয়। প্রশিক্ষণে মধুপুরের ৬০ জন কাজুবাদাম ও কফি চাষী অংশ গ্রহন করে।
ইবাংলা/জেএন/৩০ জানুয়ারি, ২০২৩
মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.