ইবি প্রশাসনের চার পদে পরিবর্তন ও তিন পদে পুনঃনিয়োগ

ইবি প্রতিনিধি:

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) প্রশাসনিক ৪টি পদে নতুন দায়িত্ব এবং ৩টি অন্যান্য পদে পুনরায় দায়িত্ব দেওয়া হয়েছে। বুধবার (০১ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার এইচ. এম. আলী হাসান (ভারপ্রাপ্ত) স্বাক্ষরিত অফিস আদেশে এ তথ্যসমূহ জানা যায়।

Islami Bank

এ অফিস আদেশের মাধ্যমে জানা যায়, অধ্যাপক ড. শাহাদৎ হোসেন আজাদ-কে প্রক্টর হিসেবে ও অধ্যাপক ড. মোঃ বাকি বিল্লাহ-কে টিএসসিসির পরিচালক হিসেবে এক বছরের জন্য দায়িত্ব দেয়া হয়েছে। এবং অধ্যাপক ড. মোঃ আবু হেনা মোস্তফা জামাল-কে আইএসএসি’র প্রধান হিসেবে, অধ্যাপক ড. মোঃ আনিচুর রহমান-কে আইন প্রশাসক হিসেবে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত দায়িত্ব দেওয়া হয়েছে।

তাছাড়া, অধ্যাপক ড. শেলীনা নাসরীন, অধ্যাপক ড. মোঃ আনোয়ার হোসেন এবং অধ্যাপক ড. মোঃ শামসুল আলমকে যথাক্রমে ছাত্র-উপদেষ্টা, পরিবহন প্রশাসক এবং শেখ হাসিনা হলের প্রভোস্ট হিসেবে পুনঃনিয়োগ দেওয়া হয়েছে। এবং তারা এ পদেগুলোতে এক বছরের জন্য দায়িত্ব পালন করবেন।

one pherma

এছাড়াও বিশ্ববিদ্যালয়ের ফাইন আর্টস বিভাগে অধ্যাপক ড. মোঃ মামুনুর রহমানের মেয়াদ শেষ হওয়ায় নতুন সভাপতি হিসেবে ইংরেজী বিভাগের অধ্যাপক ড. এ. এইচ এম আক্তারুল ইসলাম-কে নিয়োগ দিয়েছেন উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এ পদে অধ্যাপক ড. এ. এইচ এম আক্তারুল ইসলাম দায়িত্ব পালন করবেন।

ইবাংলা/ জেএন/ ১ ফেব্রুয়ারি , ২০২৩

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us