রাজধানীর ভাটারায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে স্বামী-স্ত্রীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর ভাটারায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে স্বামীর-স্ত্রীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) সকালে ভাটারার সাঈদনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহতরা হলেন- স্বামী আব্দুল মজিদ শিকদার (৭২), স্ত্রী তাসলিমা আক্তার (৪৭) ।

Islami Bank

ভাটারা থানার উপ-পরিদর্শক (এসআই) আল ইমাম রাজন বলেন, সকালে ভাটারা থানাধীন সাইদনগর এলাকার একটি ১০ তলা ভবনের নিচ তলায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ ঘটে। এতে স্বামী-স্ত্রীর ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে বলে আমরা জানতে পারি। পরে আমরা ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করি।

প্রতিবেশীরা জানান, আব্দুল মজিদ শিকদার স্ত্রীকে নিয়ে নিজের ফ্ল্যাটের তৃতীয় তলায় থাকতেন। ভোর সাড়ে পাঁচটার কিছু আগে হঠাৎ করেই বিস্ফোরণের আওয়াজ পান তারা।

জানালা দিয়ে পাশের ভবন থেকে দেখা যায় জ্বলছে আগুন। তারা এসে দীর্ঘ আধা ঘণ্টা ধরে দরজা ধাক্কান। এক পর্যায়ে দরজা ভেঙেই ভেতরে ঢুকে দেখতে পান দুজনেই আগুনে ঝলসে ঘটাস্থলেই মারা গেছেন।

one pherma

তিনি বলেন, আইনি প্রক্রিয়ার শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে।

প্রাথমিকভাবে মনে হয়েছে ওই দম্পতির মৃত্যু গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের কারণেই হয়েছে। ঘটনার সময় স্বামী-স্ত্রী দুজন ছাড়া বাসায় আর কেউই ছিল না। তাদের দুই ছেলে পরিবার নিয়ে দীর্ঘ সময় ধরেই ইতালিতে বসবাস করছেন।

ইবাংলা/ জেএন/ ২ ফেব্রুয়ারি , ২০২৩

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us