পাহাড় এখন আর পিছিয়ে পড়া জনপদ নয়- পার্বত্যমন্ত্রী

বান্দরবান প্রতিনিধি:

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি বলেছেন- মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা উন্নয়নের মাধ্যমে পার্বত্য অঞ্চলের চেহারা পাল্টে দিয়েছেন। পাহাড় এখন আর পিছিয়ে পড়া জনপদ নয়। সমতলের মতোই পার্বত্য এলাকার মানুষ দেশের উন্নয়নে সমান ভাবে ভূমিকা রেখে যাচ্ছে।

Islami Bank

শুক্রবার (৩ ফেব্রয়ারি) সকালে বান্দরবান সদর উপজেলার ২নং কুহালং ইউনিয়নের ভাঙ্গামুড়া এলাকায় পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের অর্থায়নে ১কোটি ২৫লক্ষ টাকা বরাদ্দে নব নির্মীত বৌদ্ধ বিহার, স্কুল ছাত্রাবাস ও দেশনা ঘর নির্মাণ কাজের উদ্বোধনকালে এসব কথা বলেন মন্ত্রী।

মন্ত্রী আরও বলেন – বাংলাদেশ আওয়ামী লীগ সরকার গণতান্ত্রিক সরকার। মানুষের কল্যাণে এ সরকার সারাদেশে উন্নয়ন কাজ অব্যাহত রেখেছে। এ সরকার ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে একটি উন্নত ও সমৃদ্ধশালী রাষ্ট্রে পরিণত করার লক্ষ্যে কাজ করে যাচ্ছে।

আগের কোনো সরকারের আমলে পার্বত্য অঞ্চলে উন্নয়নের এতো জোয়ার ছিল না। আওয়ামী লীগ সরকার আছে বলেই দেশে উন্নয়ন হচ্ছে এবং আগামীতেও এই ধারা অব্যাহত থাকবে।

আরও পড়ুন…বেদনার জলছবি কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচন

one pherma

পরে ভাঙ্গামুড়া নিম্ম মাধ্যমিক বিদ্যালয় মাঠে এক জনসভায় যোগ দিয়ে স্থানীয় মানুষের মাঝে সেলাই মেশিন, ক্রীড়া সামগ্রী, শীতবস্ত্র বিতরণ করেন বীর বাহাদুর।

২নং কুহালং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মং প্রæ এর সভাপতিত্বে এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার অরূপ রতন সিংহ, অতিরিক্ত পুলিশ সুপার মো: জাহাঙ্গীর।

আরও পড়ুন…চৌমুহনীতে আগুনে পুড়ল ১০ দোকান

সদর উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি একেএম জাহাঙ্গীর, জেলা পরিষদ সদস্য ক্যাসা প্রæ মারমা, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড নির্বাহী প্রকৌশলী আবু বিন মোহাম্মদ ইয়াছির আরাফাত,বান্দরবান প্রেস ক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু প্রমুখ।

ইবাংলা/ জেএন/৩ ফেব্রুয়ারি , ২০২৩

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us