মধুপুরে মেধাবৃত্তি গুণিজন সংবর্ধনা প্রদান করেছে তারুণ্যদীপ্ত আউশনারা শিক্ষা সংস্কৃতি ও ক্রীড়া সংঘ

হাবিবুর রহমান,মধুপুর(টাঙ্গাইল):

মধুপুরে মেধাবৃত্তি গুণিজন সংবর্ধনা প্রদান করেছে তারুণ্যদীপ্ত আউশনারা শিক্ষা সংস্কৃতি ও ক্রীড়া সংঘ। গতকাল শনিবার বিকেলে আউশনারা উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে বৃত্তি প্রদান ও সম্মাননা দেওয়া হয়েছে।

Islami Bank

অনুষ্ঠানের প্রধান অতিথি কুড়িগ্রাম কৃষি বিশ্বাবিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এ কে এম জাকির হোসেন বলেছেন

লেখা পড়া শিখে আমাদের একজন মানবিক গুনাবলি সম্পন্ন মানুষ হওয়া দরকার। আর লেখা পড়ার মূল কথাই হচ্ছে মানবিক গুণাবলি অর্জন করা । আমরা লেখাপড়া শিখে কতটুকু মানবিক গুণাবলি অর্জন করছি তা লেখাপড়ার মাধ্যমেই প্রমাণ করতে হবে।

তাছাড়া আমাদের এ সমাজে আজকাল সুশিক্ষা অর্জন না করার কারণে মাদকের ছোবল মেরেছে। তাই এখন আমাদেরকে সুশিক্ষা অর্জন করতে হবে। সুশিক্ষা অর্জন করতে না পারলে ধ্বংসে পর্যবসিত হতে হবে। সুশিক্ষা না থাকার কারনে বাংলাদেশের ইতিহাস বিকৃত হয়েছে।

আরও পড়ুন…অর্থনীতি বিভাগের ১ম পুর্নমিলনী উৎসবে মুখরিত ইসলামী বিশ্ববিদ্যালয়

আর এ কারনেই আজ আমাদের জাতির পিতার ইতিহাস নিয়ে অনেকেই অনেক কথা বলে । আর এ কারনেই আজ আমাদের জাতির পিতাকে আমরা যথাযথ সম্মান দিতে পারিনা। আপনারা আপনাদের কোমলমতি শিশু শিক্ষার্থীদেরকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস শিক্ষা দিবেন।

one pherma

সঠিক শিক্ষা না থাকার কারণে আজ আমাদের ছেলে মেয়েরা জঙ্গিবাদের সাথে সম্পৃক্ত হচ্ছে । আমাদের এই সকল কোমালমতি শিক্ষার্থীরা যখন দেশের বিভিন্ন শিক্ষা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে তাদেরকে নিয়োজিত করবে তাহলে তখন তারা অবশ্যই আগামী বাংলাদেশ বিনির্মানে ভূমিকা রাখতে পারবে।

গতকাল টাঙ্গাইলের মধুপুর উপজেলার আউশনারা শিক্ষা ,সাংস্কৃতিক ও ক্রীড়া সংঘ আয়োজিত অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের গণতান্ত্রিক শিক্ষক ফোরাম এর সভাপতি প্রফেসর ড. মো: আবু হাদী নূর আলী খান।

আরও পড়ুন…‘কলঙ্কিত করার জন্য’ বেলুনের ঘটনা ব্যবহার করা হচ্ছে: চীন

বিশেষ অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রভাষক মো. কবির আহম্মেদ, অধ্যক্ষ মুহাম্মদ কামরুজ্জামান জুয়েল প্রমুখ ।শিক্ষায় মুক্তিযুদ্ধে ও তথ্যপ্রযুক্তিতে বিশেষ অবদান রাখায় গুণিজন সম্মাননা শেষে শিক্ষার্থীদের মাঝে মেধাবৃত্তির সনদ ও নগদ অর্থ প্রদান করা হয় ।

ইবাংলা/ জেএন/৪ ফেব্রুয়ারি , ২০২৩

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us