চীন আন্তর্জাতিক আমদানি মেলায় প্রদর্শকদের প্রথম ব্যাচের তালিকা প্রকাশ

আন্তজাতিক ডেস্ক

ষষ্ঠ চীন আন্তর্জাতিক আমদানি মেলার প্রথম ব্যাচের প্রদর্শকদের নামের তালিকা প্রকাশিত হয়। ২০৬টি কোম্পানির নাম এতে স্থান পায়।

Islami Bank

মেলা ৪ থেকে ১০ নভেম্বর পর্যন্ত শাংহাই শহরে অনুষ্ঠিত হবে।বর্তমানে মেলার প্রস্তুতিমূলক কাজ চলছে। পাঁচ শতাধিক কোম্পানি মেলায় অংশগ্রহণ করতে চুক্তি স্বাক্ষর করেছে।

এবার মেলার প্রদর্শনীস্থলের আয়তন হবে ২ লাখ বর্গমিটারের বেশী। এবারের মেলামাঝারি ও ছোট কোম্পানিগুলোর জন্য নতুন সুযোগ সৃষ্টি করবে বলে আশা করা হচ্ছে।

one pherma

নিম্ন কার্বন ও পরিবেশ সংরক্ষণ প্রযুক্তি, এআই, শস্যবীজসহ বিভিন্ন পণ্যের বিশেষ প্রদর্শন-এলাকা স্থাপন করা যাবে মেলায়। মেলায় খাদ্য ও কৃষিপণ্য, গাড়ি, প্রযুক্তি ও সরঞ্জাম, ভোগ্যপণ্য, চিকিৎসা সরঞ্জাম ও পরিসেবা বাণিজ্য-এই ছয়টি অংশ থাকবে।

মেলা উপলক্ষ্যে চীনের বিভিন্ন জায়গায় প্রচার অনুষ্ঠান আয়োজন করা হবে। এবার মেলার মান ও সেবা আগের তুলনায় অধিক উন্নত হবে বলে জানা গেছে। সূত্র: শিশির, চায়না মিডিয়া গ্রুপ।

ইবাংলা/ জেএন/ ৫ ফেব্রুয়ারি , ২০২৩

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us