ইবির লোক প্রশাসন বিভাগে “এ্যান্টি র‍্যাগিং” কর্মসূচি অনুষ্ঠিত

সাকিব আসলাম, ইবি প্রতিনিধিঃ

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) জাতীয় শুদ্ধাচার কৌশল কর্ম-পরিকল্পনা ২০২২-২৩ এর অংশ হিসেবে এ্যান্টি র‍্যাগিং কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সোমবার (০৬ ফেব্রুয়ারি) বেলা ১১টায় লোক প্রশাসন বিভাগের উদ্যাগে মীর মশাররফ হোসেন একাডেমিক ভবনের ২০৪ নং কক্ষে কর্মসূচিটি অনুষ্ঠিত হয়।

Islami Bank

কর্মসূচিতে লোক প্রশাসন বিভাগের সভাপতি অধ্যাপক ড. লুৎফর রহমানের সভাপতিত্বে সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক এ. কে. এম. মতিনুর রহমান, লোক প্রশাসন বিভাগের অধ্যাপক ড. মোহাম্মেদ আসাদুজ্জামান,অধ্যাপক ড. জুলফিকার হোসাইন, অধ্যাপক ড. গিয়াসউদ্দিন উপস্থিত ছিলেন।

জাতীয় শুদ্ধাচার কৌশল কর্ম-পরিকল্পনার ফোকাল পয়েন্ট ও উপ-রেজিস্ট্রার চন্দন কুমার দাস, লোক প্রশাসন বিভগের কর্মকর্তা, কর্মচারী সহ অন্যান্য বিভাগ, অফিসের কর্মকর্তা এবং বিভাগের বিভিন্ন বর্ষের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিভাগের ৩য় বর্ষের শিক্ষার্থী আরিফা ইসলাম ভাবনা।

প্রধান আলোচক হিসেবে অধ্যাপক ড. মোহাম্মেদ আসাদুজ্জামান শিক্ষার্থীদের র‍্যাগিং বিষয়ক করণীয় এবং বর্জনীয় বিষয়গুলো অত্যন্ত সূক্ষ্মভাবে তুলে ধরে দীর্ঘ আলোচনা করেন।

one pherma

এসময় সভাপতির বক্তব্যে অধ্যাপক ড. লুৎফর রহমান বলেন, শিক্ষা হচ্ছে দো-তলা ঘরের ন্যায়। নিচ তলা জীবাত্মা, উপর তলা পরম-আত্মা। নিচ তলা থেকে উপর তলায় উঠতে সিড়ি লাগে আর সে সিড়িটা হচ্ছে শিক্ষা।

এ শিক্ষা ধর্মীয় শিক্ষা, কারিকুলাম, একাডেমিক শিক্ষা ইত্যাদি বিষয়গুলো যদি আমরা সঠিকভাবে শিখতে পারি তাহলে অবশ্যই র‍্যাগিং দূরীভূত হবে।

ইবাংলা/ জেএন/ ৬ ফেব্রুয়ারি , ২০২৩

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us