পদযাত্রা কর্মসূচি পালনে ডিএমপি কমিশনারকে বিএনপির চিঠি

নিজস্ব প্রতিবেদক

৯ ও ১২ ফেব্রুয়ারি রাজধানীতে পদযাত্রা কর্মসূচির অনুমতি চেয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনারকে চিঠি দিয়েছে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি। মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) এই চিঠি দুটি ডিএমপি কমিশনারের কার্যালয়ে পৌঁছে দেওয়া হয়।

Islami Bank

১২ ফেব্রুয়ারি ১০ দফা দাবি আদায়ের লক্ষ্যে রাজধানীতে পদযাত্রা করবে ঢাকা মহানগর উত্তর বিএনপি। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ বিএনপির পক্ষ থেকে ডিএমপি কমিশনার কার্যালয়ে চিঠি দিয়ে আসা হয়েছে।

ডিএমপি কমিশনারকে দেওয়া চিঠিতে বলা হয়- ১০ দফা দাবি আদায়ে লক্ষ্যে ঢাকা মহানগর (উত্তর-দক্ষিণ) বিএনপি আগামী ৯ ফেব্রুয়ারি গোপীবাগ ব্রাদার্স ক্লাব মাঠ থেকে শুরু হয়ে জাতীয় প্রেস ক্লাবে পদযাত্রা শেষ হবে। এ কর্মসূচির বিষয়ে আপনাকে অবহিত ও সার্বিক সহযোগিতার জন্য অনুরোধ করছি।

one pherma

একইভাবে আগামী ১২ ফেব্রুয়ারি শ্যামলী ক্লাব মাঠ থেকে রিং রোড, শিয়া মসজিদ, তাজমহল রোড, নুরজাহান রোড, মোহাম্মদপুর বাসস্ট্যান্ড হয়ে বসিলা পদযাত্রায় সহযোগিতা চাওয়া হয় বিএনপির পক্ষ থেকে।

ইবাংলা/ জেএন/ ৭ ফেব্রুয়ারি , ২০২৩

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us