আজকে আওয়ামী লীগের শান্তি সমাবেশ স্থগিত

নিজস্ব প্রতিবেদক

তুরস্ক-সিরিয়ায় ভয়াবহ ভূমিকম্পে বিপুল সংখ্যক মানুষের প্রাণহানির পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের পূর্বঘোষিত বৃহস্পতিবারের (৯ ফেব্রুয়ারি) শান্তি সমাবেশ স্থগিত করা হয়েছে।

Islami Bank

এদিন সকালে সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক উইলিয়াম প্রলার সমাদ্দার বাপ্পি।

এ ছাড়া এক বিবৃতিতে তুরস্ক ও সিরিয়ায় কয়েক হাজার মানুষের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান ও সাধারণ সম্পাদক এস এম মান্নান কচি। তারা সব ধর্মীয় প্রতিষ্ঠানে বিশেষ দোয়া-প্রার্থনা করার অনুরোধ জানান।

আওয়ামী লীগের এই শান্তি সমাবেশটি মিরপুরের পল্লবীতে হারুন মোল্লাহ ঈদগাঁহ মাঠে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

প্রসঙ্গত, তুরস্ক-সিরিয়ায় ভয়াবহ ভূমিকম্পে বিপুল সংখ্যক মানুষের প্রাণহানির ঘটনায় বাংলাদেশে বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) রাষ্ট্রীয় শোক পালন করা হচ্ছে।

one pherma

এর আগে, স্থানীয় সময় সোমবার (৬ ফেব্রুয়ারি) ভোরের দিকে সিরিয়া এবং তুরস্কে ৭ দশমিক ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে।

আরও পড়ুন…নতুন ৩ রেলপথ উদ্বোধন করেলেন প্রধানমন্ত্রী

এর কিছুক্ষণ পর ফের ৬ দশমিক ৭ মাত্রার আরও একটি ভূমিকম্প এবং পরে আরও অনেকগুলো আফটারশক হয়। এ পর্যন্ত তুরস্ক-সিরিয়া সীমান্তবর্তী অঞ্চলে বিপর্যয়কর ভূমিকম্পে মোট ১৫ হাজারের বেশি মানুষ নিহত হয়েছে বলে জানা গেছে।

ইবাংলা/ জেএন/৯ ফেব্রুয়ারি , ২০২৩

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us