দুধ সাদা বিছানায় শরীর এলিয়ে দিলেন শ্রাবন্তী

বিনোদন ডেস্ক

টলিপাড়ার অন্যতম সুন্দরী নায়িকা ‘শ্রাবন্তী চট্টোপাধ্যায়’বয়স ৪০ এর ঘরে হলেও, তার রূপ যেন আটকে আছে ২০ তেই।অভিনত্রীর কাজ নিয়ে যত না চর্চা হয়, তার চেয়ে ব্যক্তিগত জীবন নিয়ে অনেক বেশি চর্চা হয়।

Islami Bank

তবে সমালোচনা, শিরোনামে থাকাটা যে শ্রাবন্তীর সিদ্ধহস্ত তা হাতে কলমে প্রমাণ দিলেন। ৮ থেকে ৮০ সবাই তার ফ্যান।

একাধিক সিনেমাতে মন মাতানো অভিনয় করে, দর্শকদের নিজের হাতে রেখেছেন নায়িকা। তবে বারংবার তাকে নিয়েই চর্চা হয়ে থাকে দর্শকমহলে।

বহুবার বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া এবং তারপরে আবারও বিবাহ বিচ্ছেদ; এসব প্রসঙ্গ নিয়েই সব সময় হেডলাইনে থাকে শ্রাবন্তী। তিন তিনবার বিবাহ এবং বিচ্ছেদের পর, বিভিন্ন রকম মিমও শেয়ার হয় তাকে নিয়ে।

সোশ্যাল মিডিয়ায় এসব কিছুর পরেও, তার ফ্যান ফলোয়ার সংখ্যা কিন্তু কমে না। বারবারই নেটিজেনদের নজরকারে, তার মন মাতানো লুক। আর এবারও ঠিক সেরকমটাই হল।

one pherma

সম্প্রতি শ্রাবন্তীকে দেখা গেছে একটি দুধ সাদা রঙের চাদর পাতা নরম বিছানাতে, যেখানে তিনি পড়েছিলেন সবুজ রঙের চকমকি একটি পোশাকে, যেই পোশাকের সামনের অংশ অনেকটাই খোলা।

আরও পড়ুন…৪০ সেকেন্ডে সোনার ডেমো বার বের করতে পারলেই মিলবে ডায়মন্ড

যার ফলে তার বক্ষখাঁজ স্পষ্ট এর সাথে গলায় পড়েছিলেন চওড়া নেকলেস ও হাতে চওড়া ব্রেসলেট। মুখের ডিপ মেক-আপের সাথে চোখের গ্লসি আইশ্যাডোয়, তার মন মাতানো রূপ আকৃষ্ট করছে তার ফ্যান-ফলোয়ার্সদের। ইতিমধ্যেই ছবিতে কমেন্টের বন্যা বয়ে গেছে।

ইবাংলা/ জেএন/৯ ফেব্রুয়ারি , ২০২৩

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us