ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে আনিত মামলা প্রত্যাহারের দাবিতে মানব বন্ধন

হাবিবুর রহমান, মধুপুর ( টাঙ্গাইল)

টাঙ্গাইলের মধুপুরে মহিষমারা ইউনিয়ন পরিষদের চেয়ারমম্যান মহি উদ্দিনের বিরুদ্ধে আনিত মামলা প্রত্যাহার ও দুই জন ইউপি সদস্যের নিঃশর্ত মুক্তির দাবিতে মানব বন্ধন অনুষ্ঠিত হয়েছে।

Islami Bank

১১ ফেব্রুয়ারি শনিবার সকালে স্থানীয় আশ্রা বাজারে মহিষমারা ইউনিয়নবাসীর ব্যানারে এ মানব বন্ধন করেছে মহিষমারা ইউনিয়নের নারী পুরুষ ও শিশুরা।

সকাল সাড়ে ১১ টায় মানব বন্ধন শুরু হয়ে বেলা ১২ টায় শেষ হয় । রাস্তার দু’পাশে ব্যানার ফ্যাস্টুন নিয়ে দাঁড়িয়ে তারা মানব বন্ধন অংশ নেন।

এ সময় তারা তাদের চেয়ারম্যান মহি উদ্দিন নামে আনিত মামলা প্রত্যাহার ও দুই ইউপি সদস্য শরাফত আলী শিকদার ও জুয়েল রানার নিঃশর্ত মুক্তি দাবি করেন। মানব বন্ধন কয়েক হাজার নারী পুরুষ শিশুসহ বিভিন্ন শ্রেনী পেশার লোকেরা অংশ গ্রহন করে।

one pherma

আরও পড়ুন…কবিরহাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এসএম ফারুকের ইন্তেকাল

মানব বন্ধন শেষে আশ্রা বাজারে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন ইউপি সদস্য মুসলিম উদ্দিন,আরশেদ আলী, জাকির হোসেন, ব্যবসায়ী শাজাহান কবির,ফরমান আলী, ইউপি সদস্য হামিদা আকতার প্রমুখ।

ইবাংলা/ জেএন/১১ ফেব্রুয়ারি , ২০২৩

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us