একদিনের ব্যবধানে আবারও শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠলো ইন্দোনেশিয়া

আন্তর্জাতিক ডেস্ক

একদিনের ব্যবধানে দ্বিতীয়বারের মতো ভূমিকম্পে কেঁপে উঠলো ইন্দোনেশিয়া। স্থানীয় সময় শনিবার (১১ ফেব্রুয়ারি) ইন্দোনেশিয়ার উত্তর-পূর্বাঞ্চলীয় তালাউদ দ্বীপপুঞ্জে ৬ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। তবে এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

Islami Bank

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, এই ভূমিকম্পের উৎপত্তি হয়েছে ভূপৃষ্ঠ থেকে ১১ কিলোমিটার গভীরে। এক প্রেস বিজ্ঞপ্তিতে ইন্দোনেশিয়ার আবহাওয়া, জলবায়ুবিদ্যা এবং ভূ-পদার্থবিদ্যা সংস্থা জানায়, ভূমিকম্পের কারণে সুনামির কোনো সম্ভাবনা নেই।

সংস্থাটি আরও জানায়, ইন্দোনেশিয়ার বিভিন্ন অংশে প্রায় প্রায় ভূমিকম্প আঘাত হানে। অঞ্চলটি “রিং অফ ফায়ার” নামে পরিচিত এবং প্রশান্ত মহাসাগরীয় বেল্টে অবস্থিত।

এর আগে, গত বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) দেশটির পাপুয়া প্রদেশে ৫ দশমিক ৫ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। এতে অন্তত চার জনের প্রাণহানি ঘটে। অন্যদিকে চলতি সপ্তাহে বিশ্বজুড়ে বেশ কয়েকটি অঞ্চলে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে।

আরও পড়ুন…আমান সিমেন্টের ২য় ভিআরএমের যাত্রা শুরু

সবশেষ তুরস্ক ও সিরিয়ায় শক্তিশালী ভূমিকম্প আঘাত হানার পাঁচদিনের মাথায় নিহতের সংখ্যা ২৩ হাজার ছাড়িয়েছে। আহত ৯০ হাজারের বেশি মানুষ। ভয়াবহ এই ভূমিকম্পে এখনও বহু মানুষ ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে আছেন।

one pherma

সময় যত গড়াচ্ছে ততই ক্ষীণ হয়ে আসছে ধ্বংসস্তূপে আটকে থাকাদের জীবিত উদ্ধারের আশা। তারপরও উদ্ধারকারীরা জীবিতদের উদ্ধারে চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

ভূমিকম্পের চার দিন পর অলৌকিকভাবে বেশ কয়েকজনকে জীবত উদ্ধারও করেছেন তারা। এরমধ্যে বাংলাদেশের উদ্ধারকারী দল ১৭ বছরের এক বালিকাকে জীবিত উদ্ধার করেছে।

আরও পড়ুন…ভূমিকম্পের মাত্রা ৮’র ঝুঁকিতে বাংলাদেশ

এর আগে, গত ৯ ফেব্রুয়ারি দেশটির পাপুয়া প্রদেশে ৫ দশমিক ৫ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হানে। এতে অন্তত চারজনের প্রাণহানি ঘটে।

ইবাংলা/ জেএন/১১ ফেব্রুয়ারি , ২০২৩

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us