এবার নতুন গান নিয়ে আসছেন মাহতিম সাকিব

বিনোদন প্রতিবেদক

তরুণ প্রজন্মের জনপ্রিয় সংগীতশিল্পী মাহতিম সাকিব। মাঝে মধ্যেই নতুন গান প্রকাশ করেন তিনি। আসছে বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে ‘রঙিন কাঁচের দরজা’ নামে একটি মিউজিক্যাল ফিল্মে কণ্ঠ দিয়েছেন এই সংগীতশিল্পী।

Islami Bank

এটির কথা ও সুর করেছেন এইচ এম নিপু। সংগীতায়োজন করেছেন অপু রায়হান। মাহতিম সাকিব বলেন, গানটি অনেক ভালো হয়েছে। গাইতেও ভালো লেগেছে আমার। আশা করি শ্রোতাদেরও ভালো লাগবে।

গানটির ভিডিও নির্মাণ করেছেন রেজা মাহমুদ। ঢাকার বিভিন্ন অভিজাত লোকেশনে মিউজিক্যাল ফিল্মটি শুটিং করা হয়েছে। মিউজিক্যাল ফিল্মটিতে মডেল হয়েছেন জনপ্রিয় ‘যে পাখি ঘর বোঝে না’ গানের মডেল তারেক জামান তাঞ্জ এবং জনপ্রিয় ‘বেইমান’ গানের মডেল আদিবা।

one pherma

একটি ছেলের প্রথম দেখায় একটা মেয়েকে ভালোলাগা এবং তাদের কাছে আসার গল্পে নির্মাণ করা হয়েছে গানটি। ভালোবাসা দিবসে ‘চ্যানেল এইম এম’ ইউটিউব চ্যানেলে গানটি প্রকাশ পাবে।

গানটি সম্পর্কে মাহতিম সাকিব বলেন, ‘নিপু ভাইয়ের কথা ও সুরে নতুন একটি রোমান্টিক মৌলিক গান করেছি। সেটা ভালোবাসা দিবসে আসছে। গানের কথাগুলো শুনেই ভালো লেগেছে। আশা করি শ্রোতামহলের কাছে গানটি ভালো লাগবে।’

ইবাংলা/ জেএন/১৩ ফেব্রুয়ারি , ২০২৩

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us