উৎসব মুখর পরিবেশে বসন্তকে আলিঙ্গন করল ইসলামী বিশ্ববিদ্যালয় পরিবার

সাকিব আসলাম, ইবি প্রতিনিধিঃ

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) মনোমুগ্ধকর আয়োজনের মাধ্যমে বসন্তকে বরণ করা হয়েছে। মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) বেলা ১১টায় বাংলা মঞ্চে বাংলা বিভাগের উদ্যাগে এ উৎসব নানা আয়োজনের মধ্যদিয়ে অনুষ্ঠিত হয়।

এ অনুষ্ঠানে বাংলা বিভাগের প্রফেসর গাজী মোঃ মাহবুব মোর্শেদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. শেখ আবদুস সালাম উপস্থিত ছিলেন।

 বিশেষ অতিথি হিসেবে প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ মাহবুবর রহমান ও ট্রেজারার প্রফেসর ড. মোঃ আলমগীর হোসেন ভূঁইয়া উপস্থিত ছিলেন।

এসময় ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. আবদুস সালাম বলেন, বসন্তই বিশ্বের বাসনা। বসন্তকে বাংলাদেশর মানুষ ছাড়াও সারা বিশ্বের মানুষ মনের বাসনায় ঋতুটাকে আন্দোলিত চিত্তে সমাজকে চালিত করে গড়ে তুলে।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এইচ. এম. আলী হাসান, শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. জাহাঙ্গীর হোসেন, বাংলা বিভাগসহ বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন…বার আইনি ইতিহাসে কালো দাগ সৃষ্টি করেছে: হাইকোর্ট

উল্লেখ্য, এ বর্ণাঢ্য আয়োজনে শুভযাত্রা, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ বই মেলা প্রদর্শন করা হয়। বাঙালী সংস্কৃতির পূর্ণাঙ্গ প্রতিচ্ছবি শিক্ষার্থীদের সাজ-সজ্জা মাধ্যমে ফুটে উঠে।

ইবাংলা/ জেএন/১৪ ফেব্রুয়ারি , ২০২৩

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us