হুদার তৃণমূল বিএনপি পেল নিবন্ধন

নিজস্ব প্রতিবেদক

বিএনপির সাবেক নেতা ও মন্ত্রী ব্যারিস্টার নাজমুল হুদার দল তৃণমূল বিএনপি নির্বাচন কমিশনের (ইসি) নিবন্ধন পেয়েছে। দলটির প্রতীক হচ্ছে ‘সোনালী আঁশ’।

Islami Bank

বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) দলটিকে নিবন্ধন দিয়ে প্রজ্ঞাপনও জারি করেছে ইসি। বিষয়টি নিশ্চিত করেছেন সংস্থাটির নির্বাচন ব্যবস্থাপনা শাখা-১ এর যুগ্ম সচিব মো. আবদুল বাতেন।

এর আগে, ২০১৮ সালে রাজনৈতিক দল হিসেবে ‌‘তৃণমূল বিএনপি’কে নিবন্ধন দিতে ইসিতে আবেদন করেন নাজমুল হুদা। যাচাই-বাছাই শেষে ইসি দলটিকে নিবন্ধন দেওয়ায় হাইকোর্টে রিট করেন তিনি।

পরে ‘তৃণমূল বিএনপি’কে নিবন্ধন দিতে ইসিকে নির্দেশ দেন হাইকোর্ট। তবে, হাইকোর্টের রায়ের বিরুদ্ধে ২০১৯ সালে লিভ টু আপিল করে নির্বাচন কমিশন। পরে গত বছরে সেই আপিল খারিজ করে হাইকোর্টের রায় বহাল রাখেন আপিল বিভাগ

one pherma

আরও পড়ুন…নড়াইলে অবহিত করণ ও পরিকল্পনা সভা

প্রসঙ্গত, বিএনপির প্রতিষ্ঠাকালীন সময়ে দলটির সঙ্গে যুক্ত ছিরেল ব্যারিস্টার নাজমুল হুদা। ১৯৯১ সালে ও ২০০১ বিএনপি সরকার আমলে মন্ত্রীও ছিলেন তিনি।

ইবাংলা/ জেএন/১৬ ফেব্রুয়ারি , ২০২৩

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us