নবাগত ছাত্রীকে ছাত্রলীগ নেত্রী কর্তৃক নির্যাতনের তীব্র নিন্দা ও শাস্তির দাবি ইবি জিয়া পরিষদের

ইবি সংবাদদাতা:

গত ১২ ফেব্রুয়ারি দিবাগত রাত্রি আনুমানিক ১১টায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) দেশরত্ন শেখ হাসিনা হলের গণরুমে ছাত্রলীগ নেত্রী সানজিদা চৌধুরী অন্তরা ও তার সহযোগিরা নবীন শিক্ষার্থী ফুল পরিকে ডেকে নিয়ে রাতভর অমানুষিক নির্যাতন চালায়।

Islami Bank

ইতোমধ্যে এ ঘটনার বিস্তারিত বিবরণ ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় ব্যাপকভাবে প্রচারিত হয়েছে। ঘটনায় ভুক্তভোগী যেমন ক্ষতিগ্রস্ত হয়েছেন তেমনিভাবে দেশের একমাত্র সরকারি ইসলামী বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তিও চরমভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

one pherma

বিশ্ববিদ্যালয়ের জিয়া পরিষদের সভাপতি, প্রফেসর ড. মোঃ তোজাম্মেল হোসেন ও সাধারণ সম্পাদক, প্রফেসর ড. মোঃ ইদ্রিস আলী এ ঘটনায় দোষীদের নিরপেক্ষ তদন্তপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন এবং এ জাতীয় ঘটনার যেন পুনরাবৃত্তি না হয়, সেজন্য কার্যকরী পদক্ষেপ গ্রহণের জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনের নিকট আহ্বান জানান।

ইবাংলা/ জেএন/১৬ ফেব্রুয়ারি , ২০২৩

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us