চুলের যত্নে মেহেদি ব্যবহারের উপকারিতা

ইবাংলা ডেস্ক

মেহেদি চুলের যত্নে খুবই উপকারী। চুলের খুশকি, রুক্ষতা, শুষ্কতা, অকালপক্বতা দূর করে প্রাকৃতিক উপাদান মেহেদি। চুলের যত্নে শুধু শ্যাম্পু, কন্ডিশনার কিংবা সিরাম যথেষ্ট নয়। অনেক সময় চুলে এসকল পণ্য ব্যবহারে সাময়িক উন্নতি দেখা দিলেও দীর্ঘমেয়াদী সুস্থতা নিশ্চিত হয় না।

বিশেষত রাসায়নিক উপাদান অনেক ক্ষেত্রে চুলের ক্ষতি করে। প্রতিদিন শ্যাম্পু করাটাও ভালো কিছু না। সেক্ষেত্রে প্রাকৃতিক উপায় কি? অনেক বিশেষজ্ঞের মতামত, সপ্তাহে অন্তত একদিন চুলে মেহেদি লাগানো উচিত। কিন্তু কেন? চলুন জেনে নেওয়া যাক:

রোজ কর্মব্যস্ত জীবনে ধুলো-বালির কারণে চুল রুক্ষ হয়ে যেতে পারে। চুলকে কোমল এবং মসৃণ রাখতে বিভিন্ন প্রসাধনীর চেয়ে মেহেদি বেশি কার্যকরী।

বরং রাসায়নিক উপাদানের সংস্পর্শে চুল আরও রুক্ষ হয়ে যায়। অথচ ঘরোয়া উপকরণ ব্যবহার করে হেনা তৈরি করে নিলে চুলের মসৃণতা রক্ষা করা যায়। এতে চুলের বড় ক্ষতি হওয়ার আশঙ্কাও কমবে।

আরও পড়ুন…১ম দিনই অলআউট অস্ট্রেলিয়া

চুলে মেহেদি ব্যবহারে যত উপকার

১. মেহেদি মাথার ত্বক ঠাণ্ডা করে ও খুশকি দূর করে। এ ছাড়া চুলের বৃদ্ধিতে সহায়তা করে।

২. মেহেদি চুলের খুশকি দূর করে। চার টেবিল চামচ মেহেদির গুঁড়ার সঙ্গে একটা পুরো একটা লেবুর রস এবং দুই টেবিল চামচ দই মিশিয়ে পেস্ট তৈরি করুন। এর পর চুলে মেখে ৩০ মিনিট অপেক্ষা করে শ্যাম্পু করুন। এর পর কন্ডিশনার ব্যবহার করুন।

আরও পড়ুন…শিক্ষক মঞ্জুরের কাছে জিম্মি হয়ে পড়ছে শিক্ষার্থী-অভিভাবক

৩. মেহেদি চুল পড়া কমায়। ছয় টেবিল চামচ আমলকীর গুঁড়া, তিন টেবিল চামচ মেহেদির গুঁড়া, দুই টেবিল চামচ মেথি গুঁড়া একটা পাত্রে ভালোভাবে মেশাতে হবে।

এর পর এতে ১০ টেবিল চামচ পানি, একটা ডিমের সাদা অংশ এবং একটা লেবুর রস মিশিয়ে পেস্ট তৈরি করুন। প্রয়োজন হলে এতে পানি যোগ করতে পারেন।

প্যাকটি তৈরি করে এক ঘণ্টা রেখে এর পর চুলে আগা থেকে গোড়া পর্যন্ত লাগিয়ে এক ঘণ্টা অপেক্ষা করুন। এর পর শ্যাম্পু দিয়ে চুল পরিষ্কার করে কন্ডিশনার ব্যবহার করুন। সপ্তাহে দুবার ব্যবহার করলে উপকার পাবেন।

৪. চুল রঙ করতে মেহেদি ব্যবহার করতে পারেন। এক টেবিল চামচ কফি পাউডার পানিতে ফুটিয়ে ঠাণ্ডা করে নিন। একটা পাত্রে পাঁচ টেবিল চামচ মেহেদির গুঁড়া নিয়ে গরম কফি মিশিয়ে ঘন পেস্ট তৈরি করুন।

আরও পড়ুন…দেশে নানামুখি উন্নয়নে জনগণ খুশি: কাদের

চুল কয়েকভাগে ভাগ করে এই প্যাক আগা থেকে গোড়ায় ব্যবহার করুন। তিন ঘণ্টা পর ঠাণ্ডা পানি দিয়ে চুল ধুয়ে নিন। এর পর কন্ডিশনার ব্যবহার করুন।

ইবাংলা/ জেএন/১৭ ফেব্রুয়ারি , ২০২৩

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us