ব্রাজিলের সাও পাওলোতে বন্যা ও ভূমিধস; নিহত ২৪ জন

আন্তর্জাতিক ডেস্ক

তুরস্কের ভূমিকম্পের ভয়াবহতার রেষ না কাটতেই লাতিন আমেরিকার দেশ ব্রাজিলের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় সাও পাওলো রাজ্যে প্রবল বর্ষণের কারনে সৃষ্ট বন্যা ও ভূমিধসের সৃষ্ট হয়েছে।

Islami Bank

এ প্রাকৃতিক দুর্যেোগে অন্তত ২৪ জন মারা গেছে বলে বিভিন্ন মাধ্যমে খবর পাওয়া গেছে। ব্রাজিলের সংশ্লিষ্ট দফতরের কর্তৃপক্ষ রোববার (১৯ ফেব্রুয়ারি) গণমাধ্যমকে এ খবর জানিয়েছে।

বিভিন্ন টিভি ও সামাজিক যোগাযোগ মাধ্যমের ফুটেজে দেখা গেছে, সান সেবাস্তিও শহরের পুরো আশ পাাশের এলাকা পানির নিচে তলিয়ে গেছে এবং পাহাড়ঘেঁষা ঘরবাড়ির ধ্বংসাবশেষ পানিতে ভেসে যাচ্ছে। মহাসড়কগুলো পানির নিচে এবং গাছপালা উপড়ে পড়ে বেশ কিছু গাড়ি ধ্বংস হয়েছে।

one pherma

মেয়র ফিলিপ অগাস্তো বলেছেন, সান সেবাস্তিও শহরে অন্তত ২৩ জন এবং উবাতুবা শহরে এক কিশোরী মারা গেছে। রাজ্য সরকার জানিয়েছে, আরো ২২৮ জন গৃহহীন এবং ৩৩৮ জনকে সাও পাওলো শহর থেকে সরিয়ে নেয়া হয়েছে। তবে কত জন নিখোঁজ কিংবা আহত হয়েছে কর্তপক্ষ সে বিষয়ে কিছু বলে নি।

সাও পাওলোর রাজ্য গভর্ণর তারসিসিও ডি ফ্রেইতাস রাজ্যের পাঁচটি শহরে জরুরি অবস্থা ঘোষণা করেছেন। তিনি উদ্ধার কাজের জন্যে ১৫ লাখ মার্কিন ডলার প্রদান করেছেন। শুক্রবার থেকে অবকাশে থাকা দেশটির প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা ডা সিলভা সোমবার দুর্গত এলাকা পরিদর্শনে যাচ্ছেন।

ইবাংলা/টিএইচকে

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us