গোড়ালির চোটে নেইমারের লিগামেন্ট ক্ষতিগ্রস্ত

ক্রীড়াঙ্গন ডেস্ক

ঘরের মাঠে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর প্রথম লেগে বায়ার্ন মিউনিখের কাছে ১-০ গোলে হেরে প্রবল চাপে পিএসজি। ইউরো স্বপ্ন বাঁচিয়ে রাখতে ৮ মার্চ বায়ার্নের মাঠে ফিরতি ম্যাচ জিততেই হবে তাদের। বাঁচা-মরার সেই ম্যাচে নেইমারকে নাও পেতে পারে পিএসজি।

রোববার (১৯ ফেব্রুয়ারি) লিলের বিপক্ষে ফরাসি লিগের ম্যাচে গোড়ালিতে মারাত্মক চোট পেয়ে স্ট্রেচারে মাঠ ছাড়েন ব্রাজিলীয় ফরোয়ার্ড।

প্রাথমিক পরীক্ষায় গোড়ালিতে চিড় ধরা না পড়লেও ৪৮ ঘণ্টার পর্যবেক্ষণ শেষে নেইমারের চোটের সর্বশেষ অবস্থা সম্পর্কে যা জানিয়েছে পিএসজি, তাতে বায়ার্নের বিপক্ষে তার খেলা নিয়ে শঙ্কা বেড়েছে আরও।

লিলের বিপক্ষে পাওয়া চোটে নেইমারের গোড়ালি মচকে গেছে, ক্ষতিগ্রস্ত হয়েছে লিগামেন্টও। আগামী সপ্তাহে আরও কিছু পরীক্ষার পর জানা যাবে ঠিক কতদিন মাঠের বাইরে থাকতে হবে ব্রাজিলীয় তারকাকে।

আরও পড়ুন…ফুটবল ক্যাটাগরিতে ‘অস্কার’ মনোনয়ন মেসির

এক বিবৃতিতে পিএসজি জানিয়েছে, ‘বাড়তি আরও কিছু পরীক্ষার পর নিশ্চিত হওয়া গেছে যে, নেইমারের গোড়ালি মচকে গেছে ও কিছু লিগামেন্ট ক্ষতিগ্রস্ত হয়েছে। আগামী সপ্তাহের শুরুতে আরও কিছু পরীক্ষা করানো হবে তার।’

ইবাংলা/টিএইচকে

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us