বিধ্বস্ত তুরস্কে ফের ভূমিকম্প আঘাত হেনেছে। এতে অন্তত ৩ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৭৭ জন। তুর্কি কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে। খবর রয়টার্সের।
এর আগে ৬ ফেব্রুয়ারি ভোরে তুরস্কে ৭ দশমিক ৮ মাত্রার ভয়াবহ ভূমিকম্পে মহাবিপর্যয়ের রেষ কাটতে না কাটতেই ফের ভূমিকম্পে কেঁপে উঠলো তুরস্ক।
আরও পড়ুন…ইন্দোনেশিয়ার মধ্যাঞ্চলে ৫.৫ মাত্রার ভূমিকম্প
সেই বিধ্বংসী ভূমিকম্প তুরস্কে ক্ষতি ও শোকের ক্ষতের দাগ এখনো মুছেনি। তার মধ্যে একের পর এক ভূমিকম্পে কেঁপে উঠছে তুরস্ক।বিশ্ব গণমাধ্যমের খবর বার্তাসংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে দেশটিতে সোমবার (২৭ ফেব্রুয়ারি)ও ভূমিকম্প আঘাত হেনেছে।এখনো পর্যন্ত এ ঘটনায় অন্তত ৩ নিহত এবং ৭৭ জনের আহত হওয়ার খবর পাওয়া গেছে বলে বার্তা সংস্থাগুলো।
প্রাথমিকভাবে আঘাত হানা এই ভূমিকম্পের মাত্রা ৫ দশমিক ৫ বলা হলেও ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি) জানিয়েছে এই ভূমিকম্পের মাত্রা ৫ দশমিক ২।
এছাড়া পূর্বে এর গভীরতা বলা হয়েছিল ১০ কিলোমিটার কিন্তু রয়টার্সের প্রতিবেদনে বলা হচ্ছে এর গভীরতা ছিল পাঁচ কিলোমিটার। তুরস্কের কর্মকর্তারা জানিয়েছেন, নতুন করে আঘাত হানা ভূমিকম্পে এখন পর্যন্ত হতাহতের খবর পাওয়া যায়নি।তবে বেশ কিছু ভবন ধসে পড়েছে।
এর আগের গত ৬ ফেব্রুয়ারি আঘাত হানা ভূমিকম্পে শুধু তুরস্কের নিহতের সংখ্যা ৪৪ হাজার ছাড়িয়েছে। ভবন ধসে পড়েছে হাজার হাজার। বাস্তুচ্যুত হয়েছেন লাখ লাখ মানুষ।
ইবাংলা/টিএইচকে
মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.