ইসি গঠনে ভারতীয় সুপ্রিমকোর্টের ‘ঐতিহাসিক’ রায়

নির্বাচন কমিশন (ইসি) গঠনে ঐতিহাসিক রায় দিয়েছেন ভারতের সুপ্রিমকোর্ট। রায়ে বলা হয়েছে, নির্বাচন কমিশনারদের নিয়োগ দেবে একটি কমিটি। সেই কমিটির সদস্য হিসেবে থাকবেন দেশের প্রধান বিচারপতি, প্রধানমন্ত্রী এবং লোকসভার বিরোধী দলের নেতা। এই রায়কে অনেকেই ‘ঐতিহাসিক’ বলে মনে করছেন।

Islami Bank

বৃহস্পতিবার সুপ্রিমকোর্টের বিচারপতি কেএম জোসেফের নেতৃত্বে পাঁচ সদস্যের ডিভিশন বেঞ্চ এ রায় দেন।

সুপ্রিমকোর্ট রায় দিতে গিয়ে জানিয়েছেন, সারাদেশে নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন করার জন্য নির্বাচন কমিশনারদের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। পরিবর্তিত পরিস্থিতিতে তিন সদস্যের কমিটি নতুন নির্বাচন কমিশনারদের নাম প্রস্তাব করবে। তার ভিত্তিতেই কমিশনারদের নিযুক্ত করবেন রাষ্ট্রপতি।

সুপ্রিমকোর্টের ৫ সদস্যের সাংবিধানিক বেঞ্চ আরো জানায়, দেশে নির্বাচন প্রক্রিয়ায় স্বচ্ছতা বজায় রাখা প্রয়োজন। সেই স্বচ্ছতার স্বার্থেই এ পদক্ষেপ বলে জানিয়েছেন শীর্ষ আদালত।

one pherma

বর্তমান ব্যবস্থায় প্রধানমন্ত্রীর পরামর্শে নির্বাচন কমিশনারদের নিযুক্ত করেন রাষ্ট্রপতি। সচরাচর সাবেক আমলাদের এ পদে বেছে নেয়া হয়। তবে এ মনোনয়ন নিয়ে বারবারই প্রশ্ন উঠেছে।

সূত্র: এনডিটিভি

ইবাংলা/এসআরএস

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us