বাংলাদেশ দলে ডাক পেলেন শামীম

ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলছে বাংলাদেশ দল। প্রথম ম্যাচে জয়ের আশা জাগিয়েও শেষ পর্যন্ত হেরে যায় টাইগাররা। তাই দ্বিতীয় ওয়ানডেতে প্রথম ম্যাচের একাদশ থাকবে, নাকি পরিবর্তন আসবে তা নিয়ে ক্রিকেটপাড়ায় গুঞ্জন ছিল দিনভর।

Islami Bank

এর আগে প্রথম দুই ওয়ানডের জন্য ১৪ সদস্যের দল ঘোষণা করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে এবার নতুন করে শামীম হোসেন পাটোয়ারীকে দলে যুক্ত করা হয়েছে। বিসিবি সূত্রে এ তথ্য জানা গেছে। ফলে ওয়ানডে দলে ১৫তম সদস্য হিসেবে ডাক পেয়েছেন তিনি।

এর আগে ১৪ সদস্যের ঘোষিত দলে প্রথমবারের জন্য ডাক পেয়েছিলেন বিপিএল মাতানো তৌহিদ হৃদয়। এছাড়া ছয়মাস বিরতি দিয়ে আবারো ওয়ানডে দলে ফিরেছেন তাইজুল ইসলাম। তবে বাদ পড়েছেন নাসুম আহমেদ, ইয়াসির রাব্বি ও নুরুল হাসান সোহানরা।

one pherma

ইংল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের ওয়ানডে স্কোয়াড: তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, আফিফ হোসেন, মাহমুদউল্লাহ, মেহেদী হাসান মিরাজ, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, এবাদত হোসেন চৌধুরী, তাইজুল ইসলাম, তৌহিদ হৃদয়।

ইবাংলা/এসআরএস

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us