যাত্রাবাড়ীতে পিকআপভ্যানের ধাক্কায় ২ যুবক নিহত

রাজধানীর যাত্রাবাড়ীতে পিকআপভ্যানের ধাক্কায় দুই যুবক নিহত হয়েছেন। এ ছাড়া আরও একজন আহত হয়েছেন। শুক্রবার (৩ মার্চ) সকাল সাড়ে ছয়টার দিকে রায়েরবাগ এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

Islami Bank

নিহতরা হলেন- আকবর হোসেন (৪০) ও হাসান (৩০)। আহত ব্যক্তির নাম সোহেল। তাদের বিস্তারিত পরিচয় জানা যায়নি।

আরও পড়ুন> ফিফার পর অস্কারের মঞ্চে দীপিকা

one pherma

জানা গেছে, দুর্ঘটনার পর গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক আকবর ও হাসানকে মৃত ঘোষণা করেন। আর আহত সোহেলের চিকিৎসা চলছে।

যাত্রাবাড়ী থানার এসআই সালমান রহমান গণমাধ্যমকে জানান, রায়েরবাগ এলাকায় একটি সিএনজিচালিত অটোরিকশা দাঁড়িয়ে ছিল। পেছন থেকে একটি পিকআপভ্যান ধাক্কা দেওয়ায় হতাহতের ঘটনা ঘটে।

ইবাংলা/এসআরএস

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us