বিএনপির কর্মসূচিতে আ. লীগ ভীত নয়: নাছিম

বিএনপির চলমান কর্মসূচিতে আওয়ামী লীগ ভীত নয় বলে জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম।

Islami Bank

তিনি বলেন, দেউলিয়া হওয়া রাজনৈতিক দলের মুখে অনেক কথা মানায় না। তাদের নিজেদের চেহারা আয়নায় দেখে নেয়া দরকার। নিজেরাও জানে না তারা অস্তিত্বহীন রাজনৈতিক দলে পরিণত হয়েছে।

শুক্রবার শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় (শেকৃবি) অ্যালামনাই অ্যাসোসিয়েশনের নতুন কমিটির ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়ে এসব কথা বলেন বাহাউদ্দিন নাছিম।

আওয়ামী লীগ পালানোর দল নয় উল্লেখ করে তিনি বলেন, আন্দোলনের নামে বিএনপি কোনো বিশৃঙ্খলা করলে জনগণকে সঙ্গে নিয়ে তার সমুচিত জবাব দেওয়া হবে।

আওয়ামী লীগের এ নেতা বলেন, বিএনপি নেতারা মুচলেকা দিয়ে পালিয়ে বেড়ান। বিদেশে গিয়ে তারা দেশবিরোধী ষড়যন্ত্র করছে। দেশে কোনো রকম বিশৃঙ্খলা সৃষ্টি করলে জনগণের নিরাপত্তায় কোনো ছাড় দেওয়া হবে না।

one pherma

বিএনপির আন্দোলন সম্পর্কে বাহাউদ্দিন নাছিম বলেন, গণতান্ত্রিক অধিকার আছে যে যার মতো রাজনীতি করবে। জনগণ যদি তাদের ডাকে সাড়া দেয়, সেটা সময়ই বলে দেবে তারা আন্দোলনকারী নাকি গণতান্ত্রিক ধারাবাহিকতা রক্ষার পক্ষে সরকারের সঙ্গে রয়েছে। বিএনপির রাজনৈতিক উদ্দেশ্য হচ্ছে যড়যন্ত্র অথবা বিরাজনীতিকরণ।

আওয়ামী লীগ রাজনীতির মাঠে আছে জানিয়ে তিনি বলেন, এজন্য মাঠে-ময়দানে দায়িত্বশীল রাজনৈতিক দল হিসেবে ভোটের রাজনীতিকে জোরদার করার জন্য কাজ করে যাচ্ছি। সরকার যে উন্নয়ন কর্মকাণ্ড করছে সেটা জনগণের কাছে বারবার তুলে ধরছি।

বিএনপির মিথ্যাচার সম্পর্কে তিনি বলেন, তারা নির্বাচনে জালিয়াতি করে ১৫ ফেব্রুয়ারি মার্কা নির্বাচন করে, দেড় কোটি ভুয়া ভোটার দিয়ে নির্বাচনী বৈতরণী পার হতে চায় তাদের মুখে এরকম মিথ্যাচার শোভা পায় না। বিএনপির কথার সত্যতার বিন্দুমাত্র লেশ নেই। দেশের মানুষকে বোকা বানানো সহজ নয়। বাংলাদেশের মানুষ শান্তিকামী।

ইবাংলা/এসআরএস

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us