‘লুটপাটে জড়িতরাই আজকে বাংলাদেশে নিরাপদ’

লুটপাটে জড়িতরাই আজকে বাংলাদেশে নিরাপদ বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। শুক্রবার (৩ মার্চ) জাতীয় প্রেসক্লাবের সামনে এক সমাবেশে তিনি এ মন্তব্য করেন।

Islami Bank

গয়েশ্বর বলেন, আন্দোলনের মধ্য দিয়ে এই দানব সরকারকে বিদায় করতে হবে। যারা লুটপাটে জড়িত, প্রশাসনে দুর্নীতি করে, ঘুষ খায় তারাই আজ এ দেশে নিরাপদ।

তিনি বলেন, দেশের অর্থনীতি লুট হওয়ার কারণে আজকে ব্যাংকে টাকা নেই। ব্যাংকগুলো দেউলিয়া হওয়ার পথে। এটা হলে আমানতকারীরা ক্ষতিগ্রস্ত হবে।

বিএনপির এই নেতা বলেন, যারা অন্যের মত প্রকাশকে সহ্য করতে পারে না, তারা গণতান্ত্রিক নয়। আওয়ামী লীগ যখনই ক্ষমতায় আসে, তখনই গণতন্ত্রের নামে ফ্যাসিবাদ ও স্বৈরাচার রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা করতে চায়।

one pherma

গয়েশ্বর বলেন, এই সরকারকে সরাতে হবে এবং একটি সুষ্ঠু অবাধ নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার গঠন করতে হবে। এই সরকারের পতন না হওয়া পর্যন্ত হত্যা, বিচার এবং তদন্ত প্রতিবেদন কখনই প্রকাশ পাবে না।

তিনি বলেন, এই সরকার জাতীয়তাবাদী, দেশপ্রেমিক ও গণতান্ত্রিক না হওয়ায় তারা জনগণের কথা তোয়াক্কা করে না।

ইবাংলা/এসআরএস

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us