দরিদ্র দেশগুলোর গলা টিপে ধরছে ধনীরা: জাতিসংঘ

জাতিসংঘের নেতা মহাসচিব অ্যান্টনিও গুতেরেস বলেছেন, ‘রাক্ষুসে’ সুদের হার এবং পঙ্গু করে দেওয়ার মতো জ্বালানির দাম নির্ধারণ করে দরিদ্র দেশগুলোর গলা টিপে ধরছে বিশ্বের ধনী দেশগুলো। শনিবার বিশ্বের বঞ্চিত দেশগুলোর একটি সম্মেলনে তিনি এ কথা বলেছেন।

Islami Bank

গুতেরেস বলেছেন, অর্থনৈতিক উন্নতি এবং স্বাস্থ্য ও শিক্ষার উন্নতির প্রচেষ্টাকে বাধা দেওয়ার ‘দুষ্ট চক্রে আটকে থাকা’ দরিদ্র দেশগুলোকে সহায়তার জন্য উন্নত দেশগুলোর বছরে ৫০০ বিলিয়ন ডলার দেওয়া উচিত।

৪৬টি স্বল্পোন্নত দেশের (এলডিসি) শীর্ষ সম্মেলন সাধারণত প্রতি ১০ বছরে একবার অনুষ্ঠিত হয়। তবে করোনভাইরাস মহামারির কারণে ২০২১ সাল থেকে দু’বার এই সম্মেলন পেছানো হয়েছে।

শক্তিশালী দেশগুলো দরিদ্র দেশগুলোর সঙ্গে যে নির্মম আচরণ করে সম্মেলনের শুরুতেই গুতেরেস তার তীব্র সমালোচনা করেছেন।

one pherma

তিনি বলেছেন, ‘দেশগুলি যখন সীমিত সম্পদের কারণে ক্ষুধার্ত, ঋণে ডুবে থাকে তখন অর্থনৈতিক উন্নয়ন চ্যালেঞ্জিং হয়ে দাঁড়ায় এবং এখনও তারা অসম কোভিড-১৯ প্রতিক্রিয়ার ঐতিহাসিক অবিচারের সাথে লড়াই করছে।’

এলডিসি দেশগুলো দীর্ঘদিন ধরে অভিযোগ করেছে যে তারা ইউরোপ এবং উত্তর আমেরিকায় কেন্দ্রীভূত কোভিড ভ্যাকসিনগুলোর ন্যায্য হিস্যা পায়নি।

জাতিসংঘ মহাসচিব বলেছেন, ‘জলবায়ু পরিবর্তনে আপনারা দায়ী না হলেও এই বিপর্যয়ের সাথে লড়াই করা চ্যালেঞ্জিং হয়ে দাঁড়ায় যখন মূলধনের ব্যয় আকাশচুম্বী’ এবং প্রাপ্ত আর্থিক সহায়তা ‘বালতিতে এক ফোটা পানির মতো। জীবাশ্ম জ্বালানির জায়ান্টরা প্রচুর মুনাফা করছে, যখন আপনাদের দেশে লাখ লাখ মানুষের খাবার জোগাড় হয় না।’

ইবাংলা/এসআরএস

 

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us