ওমানের উদ্দেশে ঢাকা ছাড়লেন শাকিব খান

শনিবার (৪ মার্চ) শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সকালের ফ্লাইটে ওমানের উদ্দেশে ঢাকা ছাড়লেন ঢালিউড সুপারস্টার শাকিব খান। রাতে মাসকট অ্যারেনায় ‘মাসকট বিটস’ অনুষ্ঠানে চমক হিসেবে উপস্থিত থাকবেন তিনি। বাংলাদেশি নায়কদের মধ্যে একমাত্র তিনিই অনুষ্ঠানটিতে আমন্ত্রণ পেয়েছেন।

Islami Bank

মধ্যপ্রাচ্যের দেশ ওমানের রাজধানী মাসকটে অনুষ্ঠিত হচ্ছে বিশাল সংগীত ও সাংস্কৃতিক উৎসব। সেই অনুষ্ঠান মাতাতেই তার এবারের ওমান সফর। পাঁচ দিনব্যাপী চলমান এই উৎসবে ওমানের শিল্পীরা ছাড়াও থাকছেন সৌদি আরব, ভারত, পাকিস্তানের কিংবদন্তি শিল্পীরা।

জানা গেছে, ২০ হাজার দর্শক এই কনসার্টে অংশ নিতে পারবেন। আয়োজনটির জন্য তৈরি করা হয়েছে ২৪ মিটার প্রশস্ত বিশাল মঞ্চ। যেখানে অত্যাধুনিক প্রযুক্তি ও আলোকসজ্জা থাকছে।

one pherma

সৌদি আরবের অন্যতম বড় তারকা আয়েধ ইউসুফ, বলিউডের সুনিধি চৌহান, রাহাত ফাতেহ আলি খান, সংগীত মায়েস্ত্রো ইলাইয়ারাজারা আলাদা আলাদা দিনে মাসকট বিটস-এ অংশ নিচ্ছেন। ঢাকা থেকে গান গাইতে আমন্ত্রণ পেয়েছেন ইমরাম মাহমুদুল, আঁখি আলমগীর ও ন্যানসি।

ইবাংলা/এসআরএস

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us