ডেঙ্গু: মৃত্যু নেই, হাসপাতালে ৮

ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে সারাদেশে ২৪ ঘণ্টায় আরো আটজন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে এসময়ে জ্বরে আক্রান্ত হয়ে কারো মৃত্যু হয়নি।

Islami Bank

প্রতিদিনের মতো সোমবার স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত আটজনের মধ্যে পাঁচজন ঢাকার মধ্যে এবং তিনজন ঢাকার বাইরের হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে দেশে ৩০ জন ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি রয়েছেন। ঢাকার বিভিন্ন হাসপাতালে ১৫ জন এবং ঢাকার বাইরে ১৫ জন ভর্তি রয়েছেন।

এদিকে ২০২৩ সালের ১ জানুয়ারি থেকে ৬ মার্চ পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে মোট ৭৬৬ জন ডেঙ্গুরোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকায় ৩৬৬ জন এবং ঢাকার বাইরে ৪০০ জন রয়েছেন। একই সময়ে দেশে মোট ছাড়প্রাপ্ত রোগী ৭২৭ জন। এর মধ্যে ঢাকায় ছাড়প্রাপ্ত রোগী ৩৪৫ জন এবং ঢাকার বাইরে ৩৮২ জন।

one pherma

বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়েছে, ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে কারো মৃত্যু হয়নি। এবছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট নয় জনের মৃত্যু হয়েছে।

গত বছরের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা মোট ৬২ হাজার ৩৮২ জন এবং ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা যান ২৮১ জন।

 

ইবাংলা/এসআরএস

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us