রাজউকের আতঙ্ক পিস্তল সোহাগ! (পর্ব)১

নিজস্ব প্রতিবেদক

রাজউকের উপ পরিচালক হয়ে ১৪ বছরের চাকুরীকালে ৭বছর ছিলেন ওএসডি। চলেন হ্যারিয়ার গাড়ীতে। দেশি বিদেশি ব্যাংকে কোটি কোটি টাকার এফডিআর থাকার অভিযোগ।

আরও পড়ুন…জামায়াতের আমির ও নোমান গ্রুপের চেয়ারম্যানের বৈঠক

বসুন্ধরা আবাসিক এলাকায় রয়েছে কোটি টাকা মূল্যের প্লট, উত্তরা আবাসিক এলাকায় প্রায় ৫ কোটি টাকা মূল্যের ফ্ল্যাট। সবসময় সাথে নিয়ে চলেন আগ্নেয়াস্ত্র। তার অনিয়মের প্রতিবাদে ভুক্তভোগীর কপালে জোটে পিস্তলের গুলিতে মেরে ফেলার হুমকি-ধামকিসহ নানাবিধ নির্যাতন।

অনুসন্ধানে জানা যায়, মো. সোহাগ মিয়া রাজউক উপ পরিচালক। অফিসে পিস্তল সোহাগ নামে যার কুখ্যাতি রয়েছে। ১৪ বছরের কর্ম জীবনে ৭বছরই ওএসডি থেকে পুনরায় স্বপদে বহাল হয়ে চলছেন ক্ষমতার দাম্ভিকতায়। আর এই স্বল্প সময়ে হয়েছেন বিপুল সম্পদের মালিক বনে যাওয়ারও গুঞ্জন রাজউকের সর্বত্র।

আরও পড়ুন…ফের পিছিয়েছে রাজাকারদের তালিকা

স্বনামে বেনামে গাড়ী বাড়ি ফ্ল্যাটের মালিক হয়ে ধরাকে সরা জ্ঞান করছেন সোহাগ। টয়োটা হ্যারিয়ার যার নং ঢাকা মেট্রো ঘ ১৮-১৯৪। সোহাগের নিজের মুখের বর্ননামতে ৫ কোটি টাকার এফডিআর, বসুন্ধারায় ৫ কাঠা জমির প্লট দৃশ্যমান।

বিস্তারিত আসছে….

ইবাংলা/টিএইচকে/১০ মার্চ, ২০২৩

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us